Header Ads

প্রয়াত সাহিত্যিক নবনীতা দেবসেন।

নজরবন্দি ব্যুরো: বৃহস্পতিবার সন্ধ্যের সময় কলকাতায় হিন্দুস্তান পার্কের নিজের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করলেন সাহিত্যিক নবনীতা দেবসেন। বয়স হয়েছিল ৮১ বছর। সাহিত্যিক নবনীতা দেবসেনের প্রয়াণে শোকস্তব্ধ সাহিত্য সংস্কৃতি জগৎ। দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছিলেন। ক্যান্সার আর লেখালেখি সমান তালেই চলছিল। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যেতেই তাল কেটে গেল। মহাপ্রস্থানের পথেই চলে গেলেন 'রামকথার' স্রষ্টা। সীতার দৃষ্টিভঙ্গি থেকে লেখিকা রামকথার বিশ্লেষণ করেছিলেন। পদ্মশ্রী, সাহিত্য আকাদেমি সহ অজস্র পুরস্কার সাহিত্যিক নবনীতা দেবসেনের ঝুলিতে থাকলেও তিনি ছিলেন খোলা মনের লেখনি শক্তির পরিচায়ক। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে করেছেন অধ্যাপনা। আমেরিকার কলোরাডো কলেজ থেকে শুরু করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবিদ হিসেবে নিজের আলাদা একটা পরিচয় রেখেছেন প্রয়াত সাহিত্যিক। বৃহস্পতিবার সাহিত্যিক নিজের বাড়িতে প্রয়াত হলেও বাড়িতে কাউকে ঢুকতে দেওয়া হয়নি। গেট তালাবন্ধ করে রাখা হয়। নবনীতা দেবসেনের মৃত্যতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে ফ্রন্ট চেয়ারম্যান বিমান বস, লোকসভায় বিরোধী দলনেতা অধীর চৌধুরী সহ বিশিষ্ট রাজনৈতিক এবং অরাজনৈতিক ব্যক্তিবর্গ। পরিবার সুত্রে জানা গিয়েছে, শুক্রবার প্রয়াত সাহিত্যিকের মরদেহ বাড়িতেই থাকবে। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.