Header Ads

জীবনবসান মোহনবাগানের প্রাক্তন সচিব অঞ্জন মিত্র।

নজরবন্দি ব্যুরো: শুক্রবার ভোর ৩.১০ মিনিটে প্রয়াত হয়ে গেলেন প্রাক্তন মোহনবাগান সচিব অঞ্জন মিত্র। ই এম বাইপাস সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন দক্ষ এই ক্রীড়া প্রশাসক। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৩ বছর। দুই দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবের ক্রীড়া প্রশাসক হিসেবে দায়িত্বভার সামলেছিলেন প্রয়াত অঞ্জন মিত্র। ক্লাবের আধুনিকীকরণে অঞ্জন মিত্রের অবদান অনেক। ১৯৯৫ সালে বর্তমান সচিব স্বপন সাধান বসুর(টুটু) হাত ধরে মোহনবাগান ক্লাব প্রশাসনে প্রবেশ। প্রথমে ক্লাব অর্থ সচিব, এরপর ২০১৮ সালে বাগান সচিব পদে চলে আসেন প্রয়াত অঞ্জন মিত্র। এরপর ক্লাব প্রশাসনে টুটু বসু বনাম অঞ্জন মিত্র টানাপোড়নের মাঝে শারিরীক সমস্যা মাথাচাড়া দিতে থাকে। তবুও অশক্ত শরীরের মোহনবাগান ক্লাবে ছুঁটে এসেছেন ভালবাসা আর মায়ার টানে। পরিবার এবং মোহনবাগান ক্লাব সূত্রে জানা গিয়েছে, হাসপাতাল থেকে প্রয়াত অঞ্জন মিত্রের মরদেহ ট্যাংরার বাড়ি থেকে ক্লাবে আসবে। ক্লাবে সদস্য সমর্থকেরা মরদেহে শ্রদ্ধার্ঘ্য জানাতে পারবে। কিছুক্ষণ রাখার পর প্রয়াত অঞ্জন মিত্রের মরদেহ ক্লাব তাঁবুতে রেখে মরদেহ নিয়ে যাওয়া হবে কেওড়াতলা মহাশশ্মানে। সেখানেই প্রয়াত অঞ্জন মিত্রের শেষকৃত্য সম্পন্ন হবে। দক্ষ এই ক্রীড়া প্রশাসকের মৃত্যতে ময়দান জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এদিন সকালে মোহনবাগানের অনুশীলন স্থগিত রাখা হয়।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.