Header Ads

হাসপাতালে ভর্তি লতা মঙ্গেশকর।

নজরবন্দি ব্যুরো: মুম্বই এর ব্রিচক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে সুর সম্রাঞ্জীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৯০ বছর বয়সী লতা মঙ্গেশকর সোমবার রাত দুটোর সময়ে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। সুর সম্রাঞ্জীকে আইসিইউতে রাখা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছে, লতা মঙ্গেশকরের শারিরীক অবস্থা সঙ্কটজনক হলেও স্থিতিশীল। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন সুর সম্রাঞ্জী। এক হাজারের বেশি গান গেয়েছেন সুর সম্রাঞ্জী লতা মঙ্গেশকর। হিন্দির সঙ্গে বাংলা সহ বিভিন্ন আঞ্চলিক ভাষাতে গান গেয়েছেন। মহম্মদ রফি, কিশোর কুমার, উদিত নারায়ণ, কুমার শানু বিভিন্ন প্রজন্মের গায়কের সঙ্গে পাল্লা দিয়ে কন্ঠের জাদুতে মাতিয়ে রেখেছেন আসমুদ্রহিমাচল। ২০০১সালে ভারতরত্ন পেয়েছেন সুর সম্রাঞ্জী লতা মঙ্গেশকর।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.