Header Ads

বিশ্বভারতীর সমাবর্তনে এসে পড়ুয়াদের অতীত ঐতিহ্য ধরে এগোতে বললেন,আচার্য রাষ্ট্রপতি

নজরবন্দি ব্যুরো: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে এসে আচার্য রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ পড়ুয়াদের বিশ্ববিদ্যালয়ের অতীত ঐতিহ্য ধরে এগিয়ে যাওয়ার কথা স্মরণ করে দিলেন। বিশ্বভারতীর সমাবর্তনে এসে রাষ্ট্রপতি পড়ুয়াদের উদ্দেশ্যে বলেছে, 'কবিগুরুর মুক্ত চেতনা আজও প্রাসঙ্গিক। প্রকৃতির থেকে শিক্ষা নেওয়ার যে ভাবনা কবিগুরু ভেবেছিলেন, গান্ধীজী ভেবেছিলেন,তাকে দেশকালের সীমারেখায় বেঁধে রাখা যায় না। সেই ঐতিহ্যকে মাথায় রেখেই এগিয়ে যেতে হবে এখানকার প্রজন্মকেও।' রবিবার বিকেলে শান্তিনিকেতনে এসেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর। সোমবার সকালে প্রাতঃ ভ্রমণে বেরিয়ে রাষ্ট্রপতি ক্যাম্পাসে পড়ুয়াদের সঙ্গে মিলিত হন। পড়ুয়াদের সেলফি তোলার আবদার মেটাতে দেখা যায় আচার্য রাষ্ট্রপতিকে। বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠান শুরু আগে এক ছাত্র সংগঠন বিক্ষোভ দেখায়। কিন্তু পুলিশ বুঝিয়ে বিক্ষোভকারিদের হঠিয়ে দেয়। আচার্য রাষ্ট্রপতি পড়ুয়াদের উদ্দেশ্যে আরও বলেছেন,'কবিগুরু গান্ধীজী দুজনেই ছিলেন দুজনের অত্যন্ত কাছের মানুষ। ১৯৩৫ বিশ্বভারতী প্রবল অর্থ সঙ্কটের মুখে দাঁড়িয়ে, গান্ধীজী তখন প্রথম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। কবিগুরুর হাতে তুলে দিয়েছিলেন ৬০ হাজার টাকার ড্রাফট। আবার ১৯৩২ সালে গান্ধীজী অনশনভঙ্গ করেছিলেন গুরুদেবের উপস্থিতিতে। ' পড়ুয়াদের কাছে এই গৌরবের অতীত মনে করিয়ে দিয়ে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের এগিয়ে যেতে বললেন আচার্য রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.