Header Ads

ফি বৃদ্ধির প্রতিবাদ, জেএনইউতে ছাত্র-পুলিশ খণ্ডযুদ্ধ।

নজরবন্দি ব্যুরো: সোমবার জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে চলছিল সমাবর্তন উৎসব। সমাবর্তন উৎসবের আগে থেকেই চলছিল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বিক্ষোভ আন্দোলন। আগুনে ঘি এসে পড়ে সমাবর্তন উৎসব। জেএনইউ দেশের অন্যতম শিক্ষাঙ্গন। পড়ুয়ারা কোমড় বেঁধে নেমে পড়ে হোস্টেলে ফি বৃদ্ধি এবং ড্রেস কোর্ডের নির্দেশিকার বিরুদ্ধে 'হালল্লা বোল' করবেন। দিল্লি পুলিশের কাছেও ছিল আগাম খবর, তাই প্রস্তুতি ছিল চূড়ান্ত। পড়ুয়া ছাত্ররা সমাবর্তন অনুষ্ঠানের দিন ক্যাম্পাসের বাইরে জড়ো হয়ে পুলিশের দেওয়া ব্যারিকেড ভাঙার চেষ্টা করে। পুলিশের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ধ্বস্তাধস্তি শুরু হয়। এরপর অনেক পড়ুয়াকে পুলিশ গাড়িতে তুলে নেয়। বিক্ষোভে সামিল পড়ুয়াদের বক্তব্য, বিশ্ববিদ্যালয়ের ৪০ শতাংশ ছাত্র নিম্ন মধ্যবিত্তের। বাড়তি ফি এই বিশাল সংখ্যক পড়ুয়াদের দেওয়া সম্ভব নয়। সঙ্গে হোস্টেল ফি বেড়েছে অস্বাভাবিক হারে। বিশ্ববিদ্যালয়ের জন্য ড্রেস কোড করা হয়েছে। যদিও জেএনইউ কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভরত পড়ুয়াদের অভিযোগ মানতে নারাজ। কর্তৃপক্ষের দাবি, দিল্লির অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় জেএনইউতে ফি বেড়েছে অনেক কম।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.