Header Ads

মৌচাকে হাত দেবেন না, কাজে মন দিন! মুখ্যমন্ত্রী কে তীব্র আক্রমন রাজ্যপালের।

নজরবন্দি ব্যুরো: বুধবার মুর্শিদাবাদ জেলার ডোমকল গার্লস কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধনে যান রাজ্যপাল জগদীপ ধনকড়। সেই দিন মুর্শিদাবাদের ডোমকলের কাছে জায়গায় জায়গায় জমায়েত করে তাঁকে কালো পতাকা দেখায় তৃণমূল। এতদিন যা বাকযুদ্ধের মধ্যে সীমাবদ্ধ ছিল আজ তা নেমে এল রাস্তায়। ডোমকল হাসপাতাল মোড়- সহ একাধিক জায়গায় সকাল থেকেই জমায়েত করছিল শাসকদল। জেলার নেতা, কোথাও আবার ব্লক সভাপতির নেতৃত্বেই রাজ্যের সাংবিধান প্রধানের যাত্রা পথে কালো পতাকা দেখালো বাংলার শাসকদল। রাজ্যপাল ধনকড় জানান, রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান সিপিআইএম বিধায়ক আনিসুর রহমানের আমন্ত্রণে ধনকড়ের এই ডোমকল সফর। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার মুর্শিদাবাদ সফরে গিয়েছেন রাজ্যপাল। বুধবার রাজ্যপাল এর ৫০০ কিলোমিটার মুর্শিদাবাদ সফরের জন্য মঙ্গলবার রাজভবনের তরফে বিবৃতি জারি করে রাজ্য সরকারের কাছে হেলিকপ্টার চাওয়া হয়েছিল। কিন্তু সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাঁদের কাছে নাকি কোনও হেলিকপ্টার নেই। গত সপ্তাহে ফারাক্কা কলেজের অনুষ্ঠানে গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সেই কর্মসূচীর জন্য রাজভবন হেলিকপ্টার চেয়েছিল। কিন্তু সেই সময়েও হেলিকপ্টার দেননি সরকার তো বটেই উল্টে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছিলেন, " রাজ্যপালের কেন হেলিকপ্টার লাগবে তা আমাদের জানতে হবে। এটা তো মানুষের টাকা।"
 উল্লেখ্য, বুধবারই মুর্শিদাবাদ জেলায় প্রসাসনিক বৈঠক করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় - এর। সেই সময়ই রাজ্যপালের জেলায় জেলায় চলে যাওয়া নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন শাসক দলের নেতানেত্রীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোজাসুজি বলেন - 'উনি বিজেপি পার্টি ম্যান! সংসদেও এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে নালিশও করেছেন তৃণমূল সাংসদরা। এই সবের পরিপ্রেক্ষিতে রাজ্যপাল জবাব দিয়েছেন "মৌচাকে ঢিল মারলে মৌমাছি আক্রমণ করবেই। বোলাররা বল করবেন, আমি আম্পায়ার। চন্দ্রিমা ভট্টাচার্য নিজের দপ্তরে মন দিন। চন্দ্রিমার দপ্তরের কী অবস্থা সবাই জানেন।"
পাশাপাশি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও সুর চড়ান রাজ্যপাল জগদীপ ধনকড়। তিনি বলেন, "আমাকে নিয়ে বলার জন্য একজন মন্ত্রীকে নিয়োগ করুন যিনি আমার সমালোচনা করবেন। বাকিরা কাজে মন দিন।"

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.