Header Ads

নয়া নির্বাচক প্রধান, নতুন মুখের সন্ধানে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।

নজরবন্দি ব্যুরো: ভারতীয় ক্রিকেটের বর্তমান নির্বাচক প্রধান এমএসকে প্রসাদের কার্যকালের মেয়াদ শেষ হতে চলেছে। তাই বোর্ড নতুন মুখের খোঁজে নেমে পড়েছে। ঘুরে ফিরে অনেক নামই উঠে আসছে। দৌড়ে এগিয়ে লক্ষণ শিবরামকৃষ্ণণ। ১ ডিসেম্বর ভারতীয় বোর্ডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) বসতে চলেছে আরব সাগরের তীরে মুম্বাইতে। বোর্ডের সদর দফতরে প্রধান নির্বাচক কে হবেন তা নিয়ে চর্চ্চা উঠবে। শুধু প্রধান নির্বাচক নয়, দেশের অন্যান্য প্রান্ত থেকে প্রতিনিধিত্ব করে থাকে যেসকল নির্বাচকেরা তাদেরও কার্যকালের মেয়াদ ফুরিয়ে আসছে। তাই নবকলবরে সেজে উঠতে চলেছে ভারতীয় ক্রিকেটের নির্বাচক প্যানেল। লক্ষণ শিবরামকৃষ্ণণ প্রধান নির্বাচক হওয়ার দৌড়ে এগিয়ে। কারণ তিনি এখন ক্রিকেট কমেন্ট্রির সঙ্গে জড়িত। বর্তমান ক্রিকেটারদের কাছ থেকে দেখছেন। ক্রিকেটারদের পালস বুঝছেন। আর তাই দৌড়ে এগিয়ে প্রাক্তন এই লেগস্পিনার। তবে লক্ষণ শিবরামকৃষ্ণণের ক্রিকেট কেরিয়ার আহামরি নয়। দেশের হয়ে ৯ টেস্ট আর ১৬ ওডিআই ম্যাচ খেলেছেন। এই পরিসংখ্যান জাতীয় নির্বাচক হওয়ার দৌড়ে বাঁধা হয়েও দাঁড়াতে পারে। পূর্বাঞ্চল থেকে নির্বাচক দৌড়ে দুটো নাম ভেসে উঠছে।
দীপ দাশগুপ্ত এবং রোহন গাভাস্কার। এছাড়া আর্শাদ আয়ুবের নাম ভেসে উঠছে। নর্থ জোন থেকে আশিস নেহেরা নির্বাচক হওয়ার দৌড়ে সামিল। সূত্র মারফৎ জানা গিয়েছে, নির্বাচক প্যানেল গঠনের জন্য বিসিসিআই ক্রিকেট পরামর্শদাতা কমিটি (সিএসি) গঠন করতে পারে। সিএসি স্বার্থ সংঘাতের বিষয়টিকে দেখতে পারে এমন শোনা যাচ্ছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.