Header Ads

আন্দোলনকারী পার্শ্ব শিক্ষিকার মৃত্যু! হবে মরণোত্তর দেহ দান? চরম চাপে রাজ্য সরকার।

নজরবন্দি ব্যুরো: সম কাজে সম বেতনের দাবিতে আন্দোলনে নেমে পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চের নেতা ভগিরথ ঘোষ বলেছিলেন, 'এই অনশন ধর্ণা মঞ্চ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মরণোত্তর দেহদানের। নিজেদের মৃত্যু দিয়ে আমরা অধিকার ছিনিয়ে নিতে প্রস্তুত। রাজ্য সরকারের নীতি তিল তিল করে আমাদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। আর সেই কারণে আমাদেএ মরণোত্তর দেহদানের অঙ্গীকার।' এদিকে গত ১১ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত টানা অবস্থান বিক্ষোভ অনশনে অংশ নেওয়া মেদিনীপুরের পার্শ্ব শিক্ষিকা রেবতি রাউত ঢলে পড়লেন মৃত্যুর কোলে!  অনশন মঞ্চ থেকেই গুরুতর অসুস্থ হয়ে মৃত্যু হল পার্শ্ব শিক্ষিকা রেবতি রাউতের৷মমতাহীন মমতার সরকার? অনশনকারী শিক্ষিকার মৃত্যুতে তোলপাড় সর্বস্তরে। পাশাপাশি ব্রেন স্ট্রোকে গুরুতর অসুস্থ আরও এক পার্শ্ব শিক্ষক, নাম তাপস বর।  তিনি এনআরএস হাসপাতালে ভর্তি৷ আন্দোলনকারী পার্শ্ব শিক্ষিকার মৃতুর কারনে চরম চাপে পড়েছে সরকার। বিক্ষুব্ধ সমগ্র শিক্ষক মহল।
প্রসঙ্গত, পার্শ্ব শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানিয়েছেন 'সরকার চুপ করে বসে নেই। ধীরে ধীরে সব করার আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী। বিকাশ ভবনের সামনে পার্শ্বব শিক্ষকেরা হাইকোর্টের অনুমতি নিয়ে ধর্ণায় বসেছে। পার্শ্ব শিক্ষকদের ধর্ণা নিয়ে হাইকোর্টের নির্দেশের পরেই রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় হুঁশিয়ারির সুরে বলেছিলেন,স্কুলে উপস্থিত না থেকে ধর্ণা দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আর এবার অন্য সুর শোনা গেল রাজ্যের শিক্ষামন্ত্রীর গলায়। পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, 'পার্শ্ব শিক্ষকদের দাবি বিবেচনা করা হচ্ছে। সরকার চুপ করে বসে নেই। আমরা আগেও বলেছি, এনসিটি'ইর নিয়ম মেনে যোগ্যতা যাদের আছে তাদের জন্য ব্যবস্থা করা হবে। ওরা সবকিছু একসাথে চাইছে, যেটা সম্ভব নয়।' শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ২০১৮ সালে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি করা হয়েছে। এই সময়ে বেতন ৫০-৬০ শতাংশ বাড়ানো হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় আরও জানিয়েছেন, পার্শ্ব শিক্ষকদের ৬০ বছর পর্যন্ত কর্মজীবনের নিশ্চায়তা, মূল শিক্ষকদের মতো বেতন কাঠামো, ছুটি ছাটার বিষয়, ক্লাস করানোর বিষয়গুলো সরকার দেখছে।
পার্শ্ব শিক্ষকদের আন্দোলন নিয়ে পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, অধিকাংশ পার্শ্ব শিক্ষকদের এক বছরের প্রশিক্ষণ ছিল। সরকার খরচ করে সম্পূর্ণ প্রশিক্ষণের ব্যবস্থা করে দিয়েছে। নয়তো অনেক শিক্ষকের চাকরী চলে যেত এমনটাই জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.