আন্দোলনকারী পার্শ্ব শিক্ষিকার মৃত্যু! হবে মরণোত্তর দেহ দান? চরম চাপে রাজ্য সরকার।
প্রসঙ্গত, পার্শ্ব শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানিয়েছেন 'সরকার চুপ করে বসে নেই। ধীরে ধীরে সব করার আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী। বিকাশ ভবনের সামনে পার্শ্বব শিক্ষকেরা হাইকোর্টের অনুমতি নিয়ে ধর্ণায় বসেছে। পার্শ্ব শিক্ষকদের ধর্ণা নিয়ে হাইকোর্টের নির্দেশের পরেই রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় হুঁশিয়ারির সুরে বলেছিলেন,স্কুলে উপস্থিত না থেকে ধর্ণা দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আর এবার অন্য সুর শোনা গেল রাজ্যের শিক্ষামন্ত্রীর গলায়। পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, 'পার্শ্ব শিক্ষকদের দাবি বিবেচনা করা হচ্ছে। সরকার চুপ করে বসে নেই। আমরা আগেও বলেছি, এনসিটি'ইর নিয়ম মেনে যোগ্যতা যাদের আছে তাদের জন্য ব্যবস্থা করা হবে। ওরা সবকিছু একসাথে চাইছে, যেটা সম্ভব নয়।' শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ২০১৮ সালে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি করা হয়েছে। এই সময়ে বেতন ৫০-৬০ শতাংশ বাড়ানো হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় আরও জানিয়েছেন, পার্শ্ব শিক্ষকদের ৬০ বছর পর্যন্ত কর্মজীবনের নিশ্চায়তা, মূল শিক্ষকদের মতো বেতন কাঠামো, ছুটি ছাটার বিষয়, ক্লাস করানোর বিষয়গুলো সরকার দেখছে।

No comments