Header Ads

মমতাহীন মমতার সরকার? অনশনকারী শিক্ষিকার মৃত্যুতে তোলপাড় সর্বস্তরে।

নজরবন্দি ব্যুরো: সম কাজে সম বেতনের দাবিতে আন্দোলনে নেমে পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চের ৩৭ জন অনশনে বসেছেন। তাঁদের নেতা ভগিরথ ঘোষ বলেছিলেন, 'এই অনশন ধর্ণা মঞ্চ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মরণোত্তর দেহদানের। নিজেদের মৃত্যু দিয়ে আমরা অধিকার ছিনিয়ে নিতে প্রস্তুত। রাজ্য সরকারের নীতি তিল তিল করে আমাদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। আর সেই কারণে আমাদেএ মরণোত্তর দেহদানের অঙ্গীকার।'
এদিকে গত ১১ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত টানা অবস্থান বিক্ষোভ অনশনে অংশ নেওয়া মেদিনীপুরের পার্শ্ব শিক্ষিকা রেবতী রাউত আজ ঢলে পড়লেন মৃত্যুর কোলে! অনশন মঞ্চ থেকেই গুরুতর অসুস্থ হয়ে মৃত্যু হল পার্শ্ব শিক্ষিকা রেবতী রাউতের৷ পাশাপাশি ব্রেন স্ট্রোকে গুরুতর অসুস্থ আরও এক পার্শ্ব শিক্ষক, নাম তাপস বর। তিনি এনআরএস হাসপাতালে ভর্তি৷ আন্দোলনকারী পার্শ্ব শিক্ষিকার মৃতুর কারনে চরম চাপে পড়েছে রাজ্য সরকার। বিক্ষুব্ধ সমগ্র শিক্ষক মহল এবং বিরোধী রাজনৈতিক দলগুলি।
শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের রাজ্য সম্পাদক কিংকর অধিকারী এক বার্তায় জানিয়েছেন, "অনশন আন্দোলনে অসুস্থ হয়ে বাড়িতে থাকাকালীন মৃত্যু হলো পশ্চিম মেদিনীপুরের এক পার্শ্ব শিক্ষিকা রেবতী রাউতের। আমরা শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি এবং সাথে সাথে দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়ে পার্শ্বশিক্ষগণ দাবি আদায়ে যেভাবে অনশন আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন তার জন্য রাজ্য সরকারকে ধিক্কার জানাই।
রাজ্য সরকারের কাছে আমাদের দাবি অবিলম্বে পার্শ্ব শিক্ষকদের ন্যায্য দাবিগুলি মেনে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন। না হলে আরো ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হবে আমাদের।" অন্যদিকে মুর্শিদাবাদের শিক্ষক নেতা তন্ময় ঘোষ এক বার্তায় জানিয়েছেন, "পার্শ্ব শিক্ষিকা রেবতী রাউতের অকাল প্রয়াণে সমগ্র শিক্ষক সমাজ গভীর ভাবে শোকাহত। সমবেদনা জানাই সহযোদ্ধা ও পরিবার বর্গকে।" এই ঘটনার প্রতিবাদে আগামীকাল বাংলার সমস্ত বিদ্যালয়ে ক্লাস বয়কট করার আহ্বান জানিয়েছেন তন্ময় বাবু।
পাশাপাশি বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জী এদিন সাংসদে কার্যত তুলোধনা করেন এই ইস্যুকে সামনে রেখে তিনি বলেন, "গত ১১ নভেম্বর থেকে আজ পর্যন্ত কয়েক হাজার পার্শ্ব শিক্ষক অনশনে বসে রয়েছেন৷ এখন পাঁচ জনের অবস্থা গুরুতর৷ মারা গেছেন একজন। কেন্দ্র সরকার থেকে যে টাকা পাঠানো হচ্ছে, রাজ্য সরকার সেই টাকা দিচ্ছে না৷সেই টাকা পিসি-ভাইপোর যে কোম্পানি রয়েছে তাতে চলে যাচ্ছে৷ শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে আজ ছিনিমিনি খেলা হচ্ছে পশ্চিমবঙ্গে।" 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.