রাজ্য সরকারি কর্মচারিদের মুশকিল আসান! সুখবরের বিজ্ঞপ্তি জারি নবান্নে।
নজরবন্দি ব্যুরো: রাজ্য সরকারি কর্মচারিদের মুশকিল আসান। হাতে লেখা সার্ভিস বুকের আধুনিকীকরণ করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কম্পিউটারে সরকারি কর্মচারিদের সার্ভিস বুক আপলোড করার নয়া বিঞ্জপ্তি জারি করেছে নবান্ন।উপনির্বাচনে প্রত্যেক বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবীতে নির্বাচন কমিশনের দ্বারস্থ ঐক্য মঞ্চ। #Exclusive নবান্ন সূত্রে খবর, হাতে লেখা সার্ভিস বুক রক্ষণাবেক্ষণ করা সংবেদনশীল।
আবার সমস্ত তথ্য সংগ্রহ করে তা সার্ভিস বুকে নথিবদ্ধ করার ক্ষেত্রেও অনেক সময় প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা থেকে যেত। তাই হাতে লেখা সার্ভিস বুকের বদলে কম্পিউটারে সরকারি কর্মীদের চাকরী সংক্রান্ত যাবতীয় তথ্য আপলোড করা অনেক বেশি সুবিধার। আর সময়ের দিক থেকেও দ্রুত প্রক্রিয়া। তাই সব দিক বিবেচনা করে এই সিদ্ধান্ত। বস্তুত, যেকোন সরকারি কর্মীর ক্ষেত্রে সার্ভিস বুক জরুরি শুধু নয়, এসেনশিয়াল। কেননা চাকরীর নিয়োগপত্র থেকে শুরু করে, চাকরী জীবনে সরকারি ভাতা, বৃদ্ধি, পে স্কেল বর্দ্ধিতকরণ নথিবদ্ধ থাকে এই সার্ভিস বুকে।
চাকরী জীবনের অবসরের পর এই সার্ভিস বুকের নথিবদ্ধ নথি এবং তথ্যের ওপর ভিত্তি করেই পেনশন ব্যবস্থা চালু হয়ে থাকে। সার্ভিস বুকে নথি বা তথ্যের অসন্তুষ্টির কারণে রাজ্য সরকারের বিরুদ্ধে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা আদালতের দ্বারস্থ হয়ে থাকেন, এমন ঘটনাও ভুরি ভুরি রয়েছে। তাই সমস্ত জটিলতা এবং বিভ্রান্তি দূর করার জন্য হাতে লেখা সার্ভিস বুকের বদলে কম্পিউটারে সার্ভিস বুক নথিবদ্ধ করার বিঞ্জপ্তি জারি করেছে রাজ্য প্রশাসন নবান্ন।
আবার সমস্ত তথ্য সংগ্রহ করে তা সার্ভিস বুকে নথিবদ্ধ করার ক্ষেত্রেও অনেক সময় প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা থেকে যেত। তাই হাতে লেখা সার্ভিস বুকের বদলে কম্পিউটারে সরকারি কর্মীদের চাকরী সংক্রান্ত যাবতীয় তথ্য আপলোড করা অনেক বেশি সুবিধার। আর সময়ের দিক থেকেও দ্রুত প্রক্রিয়া। তাই সব দিক বিবেচনা করে এই সিদ্ধান্ত। বস্তুত, যেকোন সরকারি কর্মীর ক্ষেত্রে সার্ভিস বুক জরুরি শুধু নয়, এসেনশিয়াল। কেননা চাকরীর নিয়োগপত্র থেকে শুরু করে, চাকরী জীবনে সরকারি ভাতা, বৃদ্ধি, পে স্কেল বর্দ্ধিতকরণ নথিবদ্ধ থাকে এই সার্ভিস বুকে।

No comments