Header Ads

অশ্বিনের নয়া নজির, ছুঁয়ে ফেললেন এই বোলারের রেকর্ড।

নজরবন্দি ব্যুরো: দুরন্ত ছন্দে রবিচন্দ্রন অশ্বিন। ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকার পর বাংলাদেশের বিরুদ্ধেও অশ্বিনের স্পিনের ছোবলে টাইগার্সরা কুপোকাত। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনে ভারতীয় পেস শক্তি শাদমান, কায়েস, মহম্মদ মিঠুনদের বিরুদ্ধে সাফল্য পেলেও রবিচন্দ্রন অশ্বিন কম কিসে।বাংলাদেশের অধিনায়ক মমিনুল হক এবং মাহমুদুল্লাকে প্যাভিলিয়নে ফিরিয়ে দিয়ে বিশ্ব রেকর্ড ছুঁয়ে ফেললেন।
২৫০ উইকেটের মালিক হয়ে কিংবদন্তি স্পিনার মুথাইয়া মুরলিধরনকে স্পর্শ করলেন অশ্বিন। অনিল কুম্বলে, হরভজন সিং এর সঙ্গে তৃতীয় ভারতীয় বোলার হিসেবে ২৫০ উইকেটের মাইলস্টোন ছুঁয়ে ফেললেন অশ্বিন। একই সঙ্গে দ্রুততম বোলার হিসেবে ৪২ টেস্ট ম্যাচ খেলে দেশের মাটিতে ২৫০ উইকেটের মালিক হয়ে স্পর্শ করে ফেললেন মুরলিধরনকে। ভারতের মাটিতে প্রোটিয়া শিবির হোয়াইট ওয়াশ হয়ে গিয়েছে।
এই সিরিজেও রবিচন্দ্রন অশ্বিন দারুণ ছন্দে ছিলেন। সিরিজে ১৫ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট নিয়েছেন। চলতি বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে মধ্যপ্রদেশের হোলকর স্টেডিয়ামে অশ্বিনের ২৫০ উইকেটের শিকার অনেক সমালোকদের ঢোক গিলতে বাধ্য করাবে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.