মহিলা ট্রেনযাত্রীদের জন্য সুখবর। জানতে হলে পড়তেই হবে...
নজরবন্দি ব্যুরো: মহিলা ট্রেনযাত্রীদের জন্য ভারতীয় রেল নিয়ে আসছে বড়সড় উপহার। ভারতীয় রেল মহিলা ট্রেনযাত্রীদের জন্য নিয়ে আসছে বিশেষ ট্রেন। নিয়ে আসছে উন্নত মাণের রেক। উন্নত মাণের এই রেকে মহিলা নিরাপত্তায় থাকতে চলেছে অগ্রাধিকার। ভারতীয় রেলের সংযোজিত হতে চলা নতুন রেকে থাকছে সিসিটিভি। রেলের মহিলা কামড়ায় কোন অপরাধ বা দূর্ঘটনা ঘটলে খুব দ্রুত কার্যকারী ব্যবস্থা নেওয়ার উদ্দেশ্যেই ভারতীয় রেল সংস্কারের পথে হাটতে চলেছে।
এই বিষয়ে ভারতীয় রেল বিবৃতি জারি করেছে। বিবৃতিতে রয়েছে, উন্নত মাণের পরিষেবার সঙ্গে সঙ্গে আগামি দিনে নানা সুবিধা দেওয়ার পক্ষে রয়েছে। ইতিমধ্যেই ভারতীয় রেল মহিলা ট্রেনযাত্রীদের জন্য 'লেডিজ স্পেশাল' ট্রেন চালু করেছে। এবার পরিষেবার সংস্কার করে আধুনিকীকরণের লক্ষ্যে এগোতে চাইছে ভারতীয় রেলমন্ত্রক।

No comments