Header Ads

উপনির্বাচনে প্রত্যেক বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবীতে নির্বাচন কমিশনের দ্বারস্থ ঐক্য মঞ্চ। #Exclusive

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে গত পঞ্চায়েত নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসাবে কর্মরত অবস্থায় রায়গঞ্জের রহতপুর হাই মাদ্রাসার তরুণ শিক্ষক রাজকুমার রায়ের রহস্যজনক নিখোঁজ ও তারপর রেল লাইনের ধারে তার ক্ষত বিক্ষত দেহ পাওয়া যায়। আজও রাজ্য নির্বাচন কমিশনের নির্ধারিত কুড়ি লক্ষ টাকা ক্ষতিপূরণের অর্থ তাঁর পরিবার পায়নি। অবিলম্বে সেই অর্থ প্রদানের দাবিতে আজ ১৪ ই নভেম্বর, রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে যায় শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ। ডেপুটেশনে উপস্থিত ছিলেন মঞ্চের সভাপতি বিশ্বজিত মিত্র, রাজ্য সম্পাদক কিংকর অধিকারী, এবং রাজ্য সম্পাদকমণ্ডলীর অন্যতম সদস্য তমাল মন্ডল ও প্রসেনজিৎ হালদার প্রমুখ।
ঐক্য মঞ্চের রাজ্য সম্পাদক কিংকর অধিকারী বলেন, "আমরা রাজ্য নির্বাচন কমিশনের কমিশনার সৌরভ কুমার দাস এবং সেক্রেটারি নীলাঞ্জন শান্ডিল্য দুজনের সঙ্গে সাক্ষাৎ করে অতি দ্রুত রাজকুমার রায়ের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানাই। কমিশনার আমাদের বলেন, তিনি অত্যন্ত গুরুত্ব দিয়ে বিষয়টি খোঁজ নেবেন এবং খুব তাড়াতাড়ি তিনি নিজে ব্যক্তিগতভাবে রায়গঞ্জের জেলাশাসকের সঙ্গে সরাসরি কথা বলে এ ব্যাপারে যাতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা যায় তার জন্য ভূমিকা গ্রহণ করবেন বলে আশ্বাস দিয়েছেন। আমাদের পরিষ্কার বক্তব্য, কোন অজুহাতেই রাজকুমার রায়ের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে টালবাহানা করা চলবেনা। অন্যদিকে রাজকুমার রায়ের হত্যার প্রকৃত তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে আমাদের লড়াই জারি থাকবে। উল্লেখ্য রাজকুমার রায়ের বিষয়ে হাইকোর্টে বিচার চলছে।"
অন্যদিকে আজ মুখ্য নির্বাচন আধিকারিকের(CEO) দাপ্তরে আসন্ন বিধানসভা উপনির্বাচনে প্রতিটি ভোট কর্মীর নিশ্চিত নিরাপত্তার জন্য প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়ে ডেপুটেশন দেওয়া হয় শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন সভাপতি বিশ্বজিৎ মিত্র, রাজ্য সম্পাদক কিংকর অধিকারী এবং সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য তমাল মন্ডল ও প্রসেনজিৎ হালদার। ডেপুটেশন দেওয়া হয় ডেপুটি চিফ ইলেক্টোরাল অফিসার রাহুল নাথের কাছে। সিইও-র দপ্তর থেকে জানানো হয় ভোট কর্মীদের নিরাপত্তার জন্য যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ঐক্য মঞ্চের পক্ষ থেকে প্রতিটি বুথেই কেন্দ্রীয় বাহিনীর দাবি রাখা হয়েছে জোরালো ভাবে।
ঐক্য মঞ্চের সভাপতি বিশ্বজিৎ মিত্র বলেন, "রাজ্য নির্বাচন কমিশনের সাথে কথা বলার পরিপ্রেক্ষিতে আমরা আশাবাদী যে অবিলম্বে রাজকুমার রায়ের কম্পেন্সেশন অর্পিতা রায় বর্মনকে কুড়ি লক্ষ টাকা কম্পেন্সেশনের যাবতীয় ব্যবস্থা করবেন। কমিশনার নিজে বলেছেন ব্যক্তিগতভাবে তিনি নিজেও কথা বলে দেখবেন যাতে এটা দ্রুত করা যায়। অপরদিকে কেন্দ্রীয় নির্বাচন অফিসে আমরা আজকে ডেপুটেশন দিই এবং তিনটি উপনির্বাচনে যাতে প্রতিটি কেন্দ্রে সেন্ট্রাল ফোর্স পাওয়া যায় সে ব্যাপারে আমরা দাবি জানিয়েছি।"

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.