উপনির্বাচনে প্রত্যেক বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবীতে নির্বাচন কমিশনের দ্বারস্থ ঐক্য মঞ্চ। #Exclusive
ঐক্য মঞ্চের রাজ্য সম্পাদক কিংকর অধিকারী বলেন, "আমরা রাজ্য নির্বাচন কমিশনের কমিশনার সৌরভ কুমার দাস এবং সেক্রেটারি নীলাঞ্জন শান্ডিল্য দুজনের সঙ্গে সাক্ষাৎ করে অতি দ্রুত রাজকুমার রায়ের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানাই। কমিশনার আমাদের বলেন, তিনি অত্যন্ত গুরুত্ব দিয়ে বিষয়টি খোঁজ নেবেন এবং খুব তাড়াতাড়ি তিনি নিজে ব্যক্তিগতভাবে রায়গঞ্জের জেলাশাসকের সঙ্গে সরাসরি কথা বলে এ ব্যাপারে যাতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা যায় তার জন্য ভূমিকা গ্রহণ করবেন বলে আশ্বাস দিয়েছেন। আমাদের পরিষ্কার বক্তব্য, কোন অজুহাতেই রাজকুমার রায়ের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে টালবাহানা করা চলবেনা। অন্যদিকে রাজকুমার রায়ের হত্যার প্রকৃত তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে আমাদের লড়াই জারি থাকবে। উল্লেখ্য রাজকুমার রায়ের বিষয়ে হাইকোর্টে বিচার চলছে।"
ঐক্য মঞ্চের সভাপতি বিশ্বজিৎ মিত্র বলেন, "রাজ্য নির্বাচন কমিশনের সাথে কথা বলার পরিপ্রেক্ষিতে আমরা আশাবাদী যে অবিলম্বে রাজকুমার রায়ের কম্পেন্সেশন অর্পিতা রায় বর্মনকে কুড়ি লক্ষ টাকা কম্পেন্সেশনের যাবতীয় ব্যবস্থা করবেন। কমিশনার নিজে বলেছেন ব্যক্তিগতভাবে তিনি নিজেও কথা বলে দেখবেন যাতে এটা দ্রুত করা যায়। অপরদিকে কেন্দ্রীয় নির্বাচন অফিসে আমরা আজকে ডেপুটেশন দিই এবং তিনটি উপনির্বাচনে যাতে প্রতিটি কেন্দ্রে সেন্ট্রাল ফোর্স পাওয়া যায় সে ব্যাপারে আমরা দাবি জানিয়েছি।"

No comments