Header Ads

বাংলাদেশের বিরুদ্ধে মাহির রেকর্ড ভাঙার মুখে দাঁড়িয়ে ঋদ্ধিমান সাহা।

নজরবন্দি ব্যুরো: বাংলাদেশের বিরুদ্ধে চলতি দুই টেস্ট ম্যাচের সিরিজে অনন্য রেকর্ড গড়ার মুখে দাঁড়িয়ে ভারতীয় উইকেট কিপার ঋদ্ধিমান সাহা। বাংলাদেশের বিরুদ্ধে মহেন্দ্র সিংহ ধোনি ১৫ টি আউট করেছেন (১২ ক্যাচ, ৩ স্ট্যাম্প আউট)। কিপার ঋদ্ধিমান সাহা টাইগার্সদের বিরুদ্ধে ৭ টি আউট করেছে (৫ ক্যাচ,২ স্ট্যাম্প)। ধোনির থেকে ৯ উইকেট নেওয়া থেকে দূরে রয়েছে ঋদ্ধিমান।
প্রথম টেস্ট চলছে মধ্যপ্রদেশের হোলকর স্টেডিয়ামে। বাংলাদেশের ৯ উইকেট নিয়ে ঋদ্ধি কি পারবে এম এস ধোনির রেকর্ড ভেঙে দিতে। সুযোগ রয়েছে ঋদ্ধিমানের কাছে। উইকেটের পিছনে দাঁড়িয়ে দুই দিকে ঝাঁপিয়ে পড়ে ক্যাচ নেওয়ার জন্যই ঋদ্ধিমান সাহা বিশ্ব ক্রিকেটে 'স্পাইডারম্যান' নামে খ্যাত। নিজের জেদ, ধৈহ্য আর গভীর অধ্যাবসায় চোটের কারণে টিম থেকে ছিটকে গিয়েও 'এভাবে ফিরে আসা যায়।' দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে স্পাইডারম্যান ঋদ্ধিমান নিজের জাত চিনিয়ে দিয়েছিলেন।
তাই ঋদ্ধিকে নিয়ে আশাবাদী দেশের ক্রিকেট মহিল। বাংলাদেশের বিরুদ্ধে ইন্দোর এবং কলকাতায় দুই টেস্ট ম্যাচের সিরিজ। ঋদ্ধির সামনে মাহি। মাহির ১৫টা উইকেট শিকার টাইগার্সদের বিরুদ্ধে। হোলকর স্টেডিয়ামেই কি ঋদ্ধিমান সাহা এম এস ধোনির রেকর্ড ভেঙে দেবেন। না কি নিজের হোম গ্রাউন্ড কলকাতার ইডেন গার্ডেনে দিন রাতের গোলাপি টেস্টে মাহির রেকর্ড ভেঙে দ্বিতীয় টেস্টকেই আর গোলাপি রঙে ভরিয়ে তুলবেন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.