যুবভারতী দেখে ম্যান ইউর প্রতিনিধিরা মুগ্ধ হলেও ইস্টবেঙ্গল ম্যান ইউ ম্যাচ ঘিরে অনিশ্চয়তা।
নজরবন্দি ব্যুরো: ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের চার প্রতিনিধি ডিরেক্টর অফ ফুটবল অয়্যালান ডসন, ডিরেক্টর অফ ট্যুরস ক্রিস্টোফার কোম্যান, ফিল এবং ম্যাট যুবভারতী ক্রীড়াঙ্গন পরিদর্শন সেরে নিলেন। যুবভারতীতে ম্যান ইউ বনাম ইস্টবেঙ্গল ম্যাচ খেলার আগে যুবভারতীর পরিকাঠামো খুতিয়ে দেখে নিল ম্যান ইউ' প্রতিনিধি দল। দেখে নিল ম্যান ইউ ফুটবলার সহ টিম ম্যানেজমেন্টের জন্য থাকার হোটেল। দুপুর ১২.৩০ মিনিটে যুবভারতী ড্রেসিংরুম, ভিআইপি বক্স সব দেখে মোবাইল ক্যামেরায় বন্দি করে নিলেন।
বৃহস্পতিবারের ঝটিকা সফর শেষ করে শুক্রবার ম্যান ইউ'র প্রতিনিধিরা উড়ে যাবে ম্যাঞ্চেস্টারের উদ্দেশ্যে। এরপর মোবাইলে তোলা ভিডিও দেখানো হবে ম্যানেজার ওলে গানার সলশেয়ারের সঙ্গে। ইস্টবেঙ্গলের সঙ্গে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ম্যাচ নিয়ে আলোচনা হবে। এই বৈঠকে সবুজ সংকেত পেলেই যুবভারতীর মাঠে বল গড়াবে ম্যান ইউ বনাম ইস্টবেঙ্গল ম্যাচের। সমস্ত বিষয় এখন প্রাথমিক স্তরে রয়েছে। কোন পক্ষই মুখ খুলতে নারাজ। তবে সূত্র মারফৎ জানা গিয়েছে, ঐতিহাসিক ম্যাঞ্চেস্টার বনাম ইস্টবেঙ্গল ম্যাচ হতে পারে আগামি বছর ২৬ জুলাই অথবা ১ আগস্ট। এই ম্যাচের আগেও ম্যান ইউ'র প্রতিনিধিরা আবার কলকাতায় আসবে।
বৃহস্পতিবারের ঝটিকা সফর শেষ করে শুক্রবার ম্যান ইউ'র প্রতিনিধিরা উড়ে যাবে ম্যাঞ্চেস্টারের উদ্দেশ্যে। এরপর মোবাইলে তোলা ভিডিও দেখানো হবে ম্যানেজার ওলে গানার সলশেয়ারের সঙ্গে। ইস্টবেঙ্গলের সঙ্গে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ম্যাচ নিয়ে আলোচনা হবে। এই বৈঠকে সবুজ সংকেত পেলেই যুবভারতীর মাঠে বল গড়াবে ম্যান ইউ বনাম ইস্টবেঙ্গল ম্যাচের। সমস্ত বিষয় এখন প্রাথমিক স্তরে রয়েছে। কোন পক্ষই মুখ খুলতে নারাজ। তবে সূত্র মারফৎ জানা গিয়েছে, ঐতিহাসিক ম্যাঞ্চেস্টার বনাম ইস্টবেঙ্গল ম্যাচ হতে পারে আগামি বছর ২৬ জুলাই অথবা ১ আগস্ট। এই ম্যাচের আগেও ম্যান ইউ'র প্রতিনিধিরা আবার কলকাতায় আসবে।

No comments