Header Ads

২০২০ থেকেই চালু নতুন নিয়ম; 'প্রি ওয়েডিং কোর্স' করলে তবেই হবে বিয়ে!!

নজরবন্দি ব্যুরো: এবার আর যেমন খুশি বিয়ে করা যাবে না। বিয়ে করতে গেলে ন্যূনতম যোগ্যতা হিসেবে দেখাতে হবে তিন মাসের 'প্রি ওয়েডিং কোর্স'-এর পাস সার্টিফিকেট। তারপরই মিলবে বিয়ে করার অনুমতি। প্রশাসন সূত্রের খবর, ২০২০ থেকে এই নিয়ম চালু করতে চলেছে ইন্দোনেশিয়া সরকার। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে দেশে ক্রমশ বাড়তে থাকা বিবাহবিচ্ছেদ আটকাতেই সরকারের এই সিদ্ধান্ত।
 সম্প্রতি সে দেশের হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স কো-অর্ডিনেটিং মন্ত্রী মুহাদজির এফেন্দি সংবাদ সংস্থাকে জানিয়েছেন, নব দম্পতিরা যাতে শান্তিতে সংসার করতে পারেন, সে কারণেই প্রি-ওয়েডিং কোর্সের ভাবনা। ইন্দোনেশিয়া সরকারের এই প্রি-ওয়েডিং কোর্সের পাঠক্রমে থাকছে যৌন শিক্ষা, সন্তান কীভাবে মানুষ করবেন তার প্রশিক্ষণ। তা ছাড়া কীভাবে সংসারের দৈনন্দিন কাজ সামলে দাম্পত্য জীবন সুখের করে তোলা করা যায়, থাকছে সেই প্রশিক্ষণও। বেশ কিছু রােগ এবং তার প্রাথমিক চিকিৎসা সম্পর্কেও আলােচনা করা হবে এই পাঠক্রমে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.