ভাইরাল এক ছবি, মহিলার সঙ্গে বিছানায় রামদেব! জানুন ঘটনা।
নজরবন্দি ব্যুরো : ভাইরাল একটি ছবি। আর তাতে দেখা যাচ্ছে এক মহিলার কাঁধে হাত রেখে বিছানায় হাসি মুখে ছবি তুলেছেন যোগগুরু রামদেব। এই ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মূলত ৫ বছর আগের এই ছবি, এর আগেও ভাইরাল হয়েছিল। দুই বছর আগে একই ছবি পোস্ট করে রামদেব 'যৌন কলঙ্কে' ফাঁসবেন বলে দাবি করা হয়েছিল।
টুইটারে ছবিটি পোস্ট করে রামদেবকে অকথ্য গালিগালাজ করেছেন এক ব্যক্তি। একইভাবে ফেইসবুকেও ছবি পোস্ট করে রামদেবকে 'চরিত্রহীন' বলা হয়েছে। গুগলের রিভার্স ইমেজ সার্চ ব্যবহার করে ভাইরাল ছবিটির সত্য সম্পর্কে সমস্ত তথ্য মিলেছে। ছবিটি ৫ বছরের আগের। ছবিতে রামদেব সঙ্গে দেখা যাওয়া মহিলা একজন ক্যান্সার রোগী (তখন বয়স ২৭)। বেদান্ত হাসপাতালে মহিলার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল যোগগুরুর। মহিলার সঙ্গে বাবা রামদেবের ছবি ব্যবহার করে যারা যোগগুরুর চরিত্র সম্পর্কে মন্তব্য করা হচ্ছে তা ভুয়ো।
টুইটারে ছবিটি পোস্ট করে রামদেবকে অকথ্য গালিগালাজ করেছেন এক ব্যক্তি। একইভাবে ফেইসবুকেও ছবি পোস্ট করে রামদেবকে 'চরিত্রহীন' বলা হয়েছে। গুগলের রিভার্স ইমেজ সার্চ ব্যবহার করে ভাইরাল ছবিটির সত্য সম্পর্কে সমস্ত তথ্য মিলেছে। ছবিটি ৫ বছরের আগের। ছবিতে রামদেব সঙ্গে দেখা যাওয়া মহিলা একজন ক্যান্সার রোগী (তখন বয়স ২৭)। বেদান্ত হাসপাতালে মহিলার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল যোগগুরুর। মহিলার সঙ্গে বাবা রামদেবের ছবি ব্যবহার করে যারা যোগগুরুর চরিত্র সম্পর্কে মন্তব্য করা হচ্ছে তা ভুয়ো।

No comments