Header Ads

উপনির্বাচনে ৩-০, প্রশান্তি প্রশান্ত কিশোরের কন্ঠে।

নজরবন্দি ব্যুরো: করিমপুর, খড়গপুর সদর, কালিয়াগঞ্জ তিন বিধানসভার উপনির্বাচনে হিট ভোট গুরু প্রশান্ত কিশোরের ফর্মুলা। নিবিড় জনসংযোগ আর ভোট কৌশলে বাজিমাত করে নিলো তৃণমূল কংগ্রেস, সৌজন্যে ভোট কৌশলী প্রশান্ত কিশোর। লোকসভা ভোটের ৬ মাসের মাথায় তিন বিধানসভায় উপনির্বাচন। খড়গপুর সদর বিধানসভা উপনির্বাচন রাজ্য বিজেপির কাছে ছিল 'প্রেস্টিজ ফাইট'। সঙ্গে লোকসভায় ১৮ আসন পেয়ে রাজ্যের গেরুয়া শিবিরের আত্মবিশ্বাস ছিল চাঙ্গা। লোকসভা ভোটে তৃণমূল স্বপ্ন দেখেছিল ৪২ এ ৪২ এর। ১৮ আসন হারিয়ে ঘাসফুল শিবির হাত ধরেছিল ভোট গুরু পিকে'র। শুরু হয়েছিল পিকে'র চাল। তিন বিধানসভা উপনির্বাচনের নির্ঘন্টের ডাকে কাঠি পড়তেই টিম পিকে'র সদস্যরা ঘাটি গেড়েছিল কেন্দ্রগুলোতে। কেন্দ্রভিত্তিক ইশতেহার প্রকাশ। এককথায় নজিরবিহীন সিদ্ধান্ত।
 যা পশ্চিমবঙ্গের সংসদীয় রাজনীতিতে সচারচর দেখাই যায়না। খড়গপুর সদর কেন্দ্রের জন্য তেলেগু ভাষায় ইশতেহার প্রকাশ। একইসাথে স্থানীয় মানুষদের দাবি দাওয়া পূরণের প্রক্রিয়া। স্থানীয় ইস্যুকে হাতিয়ার করে তোলা টিম পিকে'র সাফল্যের জিয়নকাঠি, অন্তত তিন বিধানসভার উপনির্বাচনী ফলাফলের প্রেক্ষিতে। তৃণমূলের গোষ্ঠী কলহকে কৌশলী পদক্ষেপে একছাতার তলায় নিয়ে এসে জয়ের সোপান গড়ে তোলা। নির্দিষ্ট করে কালিয়াগঞ্জ বিধানসভায় এনআরসি ইস্যুকে কৌশলে খুঁচিয়ে ভোটের হাওয়া ঘাসফুল শিবিরের পালে ঘোরানো। পিকে'র বঙ্গযাত্রার শুরু সময় থেকেই 'দিদিকে বলো' কর্মসূচীর নিখুঁত প্রচার, সঙ্গে আম বাঙালির কাছে এই কর্মসূচীর গ্রহণীয়তা। সমস্ত কিছু মিলিয়ে ভোট কৌশলী প্রশান্ত কিশোরের স্ট্র্যাটেজি সুপার হিট।
তাই পিকে'র কন্ঠে প্রশান্তির সুর, 'এই ফলাফলে আমি দারুণ খুশি'। উপনির্বাচনের ফলাফলের ধাক্কা রাজ্যে গেরুয়া শিবিরকে আরও সজাগ করে তুললো। আবার আপাতদৃষ্টিতে তিন বিধানসভার উপনির্বাচনের ফলাফল ভোট কৌশলী প্রশান্ত কিশোরের মুখে চওড়া হাঁসি এনে দিলেও ২০২১ এর রাজ্য বিধানসভা ভোট, যা কার্যত ফাইনাল পরীক্ষা, আরও কড়া হতে চলেছে। তিন বিধানসভার উপনির্বাচন প্রি টেস্টে ফুলমার্কস পাওয়ার পরেও পিকে এবং তার টিমের কাছে টেস্ট পরীক্ষা বছর ঘুরতেই উকি দিতে চলেছে। রাজ্যে পুরভোট এবং কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ভোট। তাই প্রি টেস্টের রেজাল্ট ভোট গুরু প্রশান্ত কিশোরের মুখে সাময়িক হাঁসি ফোটালেও অগ্নিপরীক্ষা এখনও বাকিই রয়েছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.