Header Ads

“গরুর দুধে সোনা” তত্ত্বর সমালোচকের হয়ে গোমাতার কাছে ক্ষমা চেয়ে নিলেন দিলীপ ঘোষ।

নজরবন্দি ব্যুরোঃ “গরুর দুধে সোনা” তত্ত্বর পর সোশ্যাল মিডিয়া জুড়ে দিলীপবাবুকে নিয়ে তৈরি হয়েছেমিম। কিন্তু নিজের তত্ত্বেই অনড় দিলীপবাবু। তাই এবার মায়াপুরে একটি গোশালা পরিদর্শন করতে গিয়ে তাঁর তত্ত্বের যাঁরা সমালোচনা করেছেন তাঁদের জন্য খোদ গোমাতা'র কাছে ক্ষমা চেয়ে নিলেল নিজের ফেসবুক পোস্টে ।
গোশালা দর্শনের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় নিজেই পোস্ট করেছেন দিলীপ ঘোষ। সঙ্গে গোমাতার উদ্দেশে বার্তাও লিখেছেন “যাঁরা গোমাতার প্রশংসা সহ্য করতে পারেন না, তাঁদের যেন গোমাতা ক্ষমা করে দেন। সমালোচনা উড়িয়ে বলেছেন গোমাতার জয় হোক”।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.