Header Ads

রেল ব্রীজ চালুর দাবীতে মুর্শিদাবাদ স্টেশনে রেল অবরোধ কর্মসূচি। নাকাল যাত্রীরা।

নজরবন্দি ব্যুরোঃ মুর্শিদাবাদ রেলওয়ে পাসেঞ্জার্স এসোসিয়েশনের ডাকে নশীপুর রেল ব্রীজ চালুর দাবীতে আজ মুর্শিদাবাদ স্টেশনে রেল অবরোধ কর্মসূচি নেওয়া হয়। যার ফলে ভোরবেলা কলকাতাগামী ভাগীরথী এক্সপ্রেস মুর্শিদাবাদ স্টেশনে অবরুদ্ধ হয়ে পড়ে। ট্রেনের যাত্রীরা ট্রেন থেকে নেমে অবরোধ কর্মসূচিকে সমর্থন জানাতে এগিয়ে আসেন। দীর্ঘ ৪৫ মিনিট অবরোধের পর পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের অতিরিক্ত ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের লিখিত আশ্বাসে এ আর খান সাহেবের নেতৃত্বে যাত্রীস্বার্থে অবরোধ তুলে নেওয়া হয়।
রেল প্রশাসন তরফে নশীপুর রেল ব্রীজ চালুর ব্যাপারে সামনা সামনি বসে আলোচনার প্রস্তাব দেওয়া হয় এবং এই রেল প্রজেক্ট চালু রাখার আশ্বাস দেওয়া হয়। জঙ্গিপুর রেলওয়ে পাসেঞ্জার্স কমিটির সদস্যরা এই অবরোধে অংশগ্রহণ করে নশীপুর রেল ব্রীজ অতি দ্রুত চালুর দাবীকে সমর্থন জানান। মুর্শিদাবাদের শিক্ষক নেতা তন্ময় ঘোষ এই আন্দোলন সমর্থন করে বলেন -উত্তর বঙ্গ ও উত্তর পূর্ব ভারতে রেল যোগাযোগ আরো নিবিড় করতে রেল কর্তৃপক্ষকে অতিদ্রুত নশিপুর রেলব্রিজ চালু করতে উদ্যোগ নিতে হবেl
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.