Header Ads

ঐতিহাসিক দিন রাতের গোলাপি টেস্টের আগেই সিএবির অন্দরে গৃহযুদ্ধ।

নজরবন্দি ব্যুরো: আগামি ২২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন সাক্ষী থাকতে চলেছে ঐতিহাসিক দিন রাতের গোলাপি টেস্ট ম্যাচের জন্য। এই ম্যাচের জন্য ইডেন জুড়ে চলছে চূড়ান্ত প্রস্তুতি। ঠিক তার আগেই সিএবির প্রাক্তন কোষাধ্যক্ষ তথা যুগ্ম সচিব বিশ্বরূপ দে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে ঘিরে বিস্ফোরক মন্তব্য করে বসলেন। বিশ্বরূপ দে বলেছেন,'সৌরভকে কোনদিন নির্বাচন ফেস করতে হয়নি। এখানে কখনও মমতা বন্দ্যোপাধ্যায়, আবার ওখানে কখনও অমিত শাহকে ম্যানেজ করেছেন। আসলে নির্বাচনে দাঁড়াতে গেলে আত্মবিশ্বাসের দরকার। তাই নতুন করে সময় নিচ্ছেন ম্যানেজ করার জন্য।' ইডেনে গোলাপি বলে দিন রাতের টেস্ট ম্যাচ নিয়ে বিশ্বরূপ দে জানিয়েছেন, গোলাপি বলে একটা দিন রাতের টেস্ট হলে কিছু হবে না। এই গোলাপি টেস্ট আসলে সংবাদমাধ্যমে খবরে ভেসে থাকার একটা নিছক পরিকল্পনা ছাড়া কিছুই নয়। বিশ্বরূপ দে এর এহেন মন্তব্য ঘিরে বাংলার ক্রিকেট মহল এখন তোলপাড়। অবশ্য বিশ্বরূপ দে মন্তব্য নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের তরফ থেকে কোন প্রতিক্রিয়া এখনও আসেনি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.