Header Ads

পশ্চিম উপকূলের দুটি কেন্দ্রশাসিত অঞ্চলকে এক করার পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের।

নজরবন্দি ব্যুরোঃ দুটি পশ্চিম উপকূলবর্তী কেন্দ্রশাসিত অঞ্চল কে এক করার প্রস্তাব আনতে চলেছে কেন্দ্র সরকার। জম্মু-কাশ্মীর ও লাদাখ কে দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার ঠিক তিন মাস পরে 'দমন ও দিউ' ও 'দাদরা ও নগর হাভেলি' একটি অঞ্চলে পরিনত করতে উদ্যোগ নিল মোদি সরকার। জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলুপ্ত করার পরে এই রাজ্য কে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ঘোষনা করা হয় সরকারের পক্ষ থেকে। এই ঘোষণার ফলে সরকারকে বহু সমালোচনার মুখে পড়তে হয়। এবার দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলে এক করার পরিকল্পনার ফলে আবারও একবার সমালোচনার মুখে কেন্দ্র। জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পরে সেখানকার পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি বলে দাবি করছে কিছু রাজনৈতিক দল। দমন ও দিউ এবং দাদরা ও নগর হাভেলি মাত্র ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত। এই দুটি ক্ষুদ্রতম দ্বীপাঞ্চল একীভূত হলে ভালো প্রশাসন তৈরী হবে।
একই প্রশাসনের দ্বারা চালিত হবে এই দুই অঞ্চল। ২০১৯ সালের শীতকালীন অধিবেশনেই কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সংহতিকরণ বিল পেশ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। ২৫ নভেম্বর থেকে শুরু হওয়া নতুন সপ্তাহে এই বিল আসতে চলেছে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.