Header Ads

বেতন বঞ্চনার অবসান ঘটাতে ওয়াই চ্যানেলে ধর্না; হাইকোর্টের দ্বারস্থ WBPTTA

নজরবন্দি ব্যুরো: রাজ্যের পার্শ্ব শিক্ষকেরা হাইকোর্টের অনুমতি নিয়ে বিকাশ ভবনের সামনে ধর্ণায় বসেছে। এবার সেই একই পথ অনুসরণ করলো রাজ্যের পিটিটিআই প্রশিক্ষণপ্রাপ্তরা। রাজ্যের পিটিটিআই প্রশিক্ষণপ্রাপ্তরা এবার নিজেদের দাবি আদায়ের জন্য চলে গেল কলকাতা হাইকোর্টে। পিটিটিআই প্রশিক্ষণণপ্রাপ্তরা বেতন কাঠামো গঠন এবং সিনিয়রিটি অনুযায়ী ফিটমেন্ট ফ্যাক্টর দিতে হবে।
ওয়েস্ট বেঙ্গল প্রাইমারী ট্রেন্ড টিচার্স এসোসিয়েশনের রাজ্য সভাপতি পিন্টু পাড়ুই বলেছেন, সারা দেশের অন্যান্য রাজ্যের মতো নুন্যতম যোগ্যতা অনুযায়ী প্রাথমিক শিক্ষকদের বেতন কাঠামো গঠন এবং সিনিয়রটির ভিত্তিতেই ফিটমেন্ট ফ্যাক্টর দিতে হবে রাজ্য সরকারকে। ইতিমধ্যেই এই দাবিকে সামনে রেখে আমাদের সংগঠন লড়াইতে নেমেছে। নিজেদের দাবি প্রতিষ্ঠিত করার জন্য আমরা আজ হাইকোর্টের দ্বারস্থ হয়েছি। পিন্টু পাড়ুই জানিয়েছেন, ক্ষমতায় আসার আগে রাজ্যের তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিধানসভার বিরোধী দলনেতা পার্থ চট্টোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন ২০০৫-০৬ সেশন পর্যন্ত বঞ্চিত সমস্ত পিটিটিআই ছাত্র ছাত্রীদের নিয়োগ করতে হবে।
হাইকোর্টের অনুমতি নিয়ে নিজেদের দাবি দাওয়া আদায় করতে ধর্মতলার ওয়াই চ্যানেলে দুদিনের অবস্থান বিক্ষোভের কর্মসূচী নিয়েছিল ওয়েস্ট বেঙ্গল প্রাইমারী ট্রেন্ড টিচার্স এসোসিয়েশন। ২৭ এবং ২৮ নভেম্বর এই অবস্থান বিক্ষোভের কর্মসূচী ছিল। সংগঠনের রাজ্য সভাপতি পিন্টু পাড়ুই বলেছেন, আমরা হাইকোর্টের নির্দেশ নিয়ে অবস্থান বিক্ষোভে বসার তোড়জোড় শুরু করেছিলাম কিন্ত রাজ্য সরকার আমাদের অবস্থান বিক্ষোভের বসার অনুমতি দেয়নি। তাই ফের আমাদের নিজেদের অধিকার আদায়ের জন্য কলকাতা হাইকোর্টের যেতে বাধ্য হলাম।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.