বাঙুর হাসপাতালে পুলিশ-নিরাপত্তারক্ষীদের বেধড়ক প্রহার রোগীর পরিবারের! #BreakingNews
নজরবন্দি ব্যুরোঃ সন্দেশখালির ঘটনায় আক্রমনের মুখে পড়ের পুলিশের প্রানহানি ও আহত হওয়ার ঘটনার একদিনের ব্যাবধানে আবার পুলিশ কে পেটাল জনতা! এবার ঘটনাস্থল খোদ কলকাতা। আজ অর্থাৎ রবিবার দুপুরে হাসপাতালের নিরাপত্তা কর্মী এবং পুলিশ কে বেধড়ক পেটাল রুগীর পরিবার। পরিস্থিতি নিয়ন্ত্রন করতে লাঠিচার্য করে যাদবপুর থানার পুলিশ।
সূত্রের খবর তিনিদিন আগে আলিপুরের ৩ যুবক জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হন এম আর বাঙুর হাসপাতালে। আজ তাঁদের ছেড়ে দেওয়ার কথা ছিল। সেইমত যুবকদের বাড়ির লকজন দুপুর ১/৩০ নাগাত পৌঁছায় হাসপাতালে। বাড়ির লকেদের অভিযোগ হাসপাতালের নিরাপত্তারক্ষীরা তাঁদের ঢুকতে বাঁধা দেয়। ক্রমে শুরু হয় বচসা, কিছুক্ষন পর তা থেমেও যায়। কিন্তু বিকেল ৩/৩০ নাগাত প্রায় জনা ৩০ যুবক চড়াও হয় হাসপাতালে, কর্তব্যরত পুলিশ আধিকারিক এবং নিরাপত্তারক্ষীদের বেধড়ক মারধোর করে তাঁরা।
অন্য রোগীর পরিজনদেরও হাসপাতালে ঢুকতে বাঁধা দেয়। যাদবপুর থানার পুলিশ খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে আসে এবং পরিস্থিতি নিয়ন্ত্রন করতে লাঠিচার্য করে। সূত্র জানাচ্ছে এই ঘটনায় পুলিশ দুজন কে গ্রেফতার করেছে।
সূত্রের খবর তিনিদিন আগে আলিপুরের ৩ যুবক জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হন এম আর বাঙুর হাসপাতালে। আজ তাঁদের ছেড়ে দেওয়ার কথা ছিল। সেইমত যুবকদের বাড়ির লকজন দুপুর ১/৩০ নাগাত পৌঁছায় হাসপাতালে। বাড়ির লকেদের অভিযোগ হাসপাতালের নিরাপত্তারক্ষীরা তাঁদের ঢুকতে বাঁধা দেয়। ক্রমে শুরু হয় বচসা, কিছুক্ষন পর তা থেমেও যায়। কিন্তু বিকেল ৩/৩০ নাগাত প্রায় জনা ৩০ যুবক চড়াও হয় হাসপাতালে, কর্তব্যরত পুলিশ আধিকারিক এবং নিরাপত্তারক্ষীদের বেধড়ক মারধোর করে তাঁরা।
Loading...
কোন মন্তব্য নেই