Header Ads

রাজ্য সরকার আদালত অবমাননা করে, এখানে আইন শৃঙ্খলা নেই! বিস্ফোরক রাজ্যপাল

নজরবন্দি ব্যুরোঃ রাজ্য সরকার বনাম রাজ্যপাল সংঘাত যেন মিটতেই চাইছে না। রাজ্যের একাধিক বিষয়ে খামতি খুঁজে পেলেই রাজ্যপাল জগদীশ ধনখড় প্রকাশ্যে সমালোচনা করছেন যা কোনভাবেই বরদাস্ত করতে পারছে না রাজ্য সরকার।
এইবার সংঘাতের মূল বিষয় হল ছট পুজোতে রাজ্য সরকারের আদালতের নির্দেশ অবমাননা! আদালতের নিষেধাজ্ঞাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে শনিবারের পর রবিবার সকালেও রবীন্দ্র সরোবরে অবাধে চলেছে ছট পুজো।
বিশেষ ভাবে উল্লেখ্য যে, শনিবার বিকেলে ছট পুজো চলাকালীন বাইরে পুলিশি প্রহরা ছিল আর রবিবার সকালে রবীন্দ্র সরোবরের ভেতরেই ছিল পুলিশ। যদিও সেই পুলিশ ছট পুজো করতে আসা ভক্তদের কোন ভাবেই বাঁধা দেয়নি!

আদালতের নির্দেশের থেকে প্রশাসন গুরুত্ব দিয়েছে শাসক দলের ভোট ব্যাঙ্ক-কে বলে অভিযোগ উঠেছে। আর রাজ্য প্রশাসনের এই ভূমিকাকেই কাঠগড়ায় তুলে আক্রমন শানিয়েছেন রাজ্যপাল।
তিনি বলেছেন, ভারতীয় সংবিধান রক্ষা করব শপথ নিয়েছিলাম রাজ্যপাল হওয়ার সময়। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, বাংলায় সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করা হচ্ছে না। কেউই আইনের উর্দ্ধে হতে পারে না। আইন যা বলবে তা মেনে চলতে আমরা বাধ্য।দূষণবিধি উপেক্ষিত হয়েছে রবীন্দ্র সরোবরে, পুলিশ ছিল দর্শকের ভূমিকায়। কার্যত আদালতের নির্দেশ কে বুড়ো আঙ্গুল দেখানো হয়েছে।
অন্যদিকে সন্দেশখালিতে পুলিশ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তিনি অভিযোগ করেন, ‘‘রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে৷ কেন বারবার এরকম হচ্ছে দেখা উচিত৷’’
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.