Header Ads

মাত্র ২১ বছর বয়সেই বসতে চলেছেন বিচারকের আসনে !

নজরবন্দি ব্যুরো: মাত্র ২১ বছর বয়সেই বিচারপতি হতে চলেছেন জয়পুরের বাসিন্দা মায়াংক প্রতাপ সিং। প্রথম চেষ্টাতেই রাজস্থানের বিচার বিভাগের পরীক্ষায় সফল হয়ে ইতিহাস সৃষ্টি করলেন মায়াংক। দেশের তরুণতম বিচারপতির তকমা পেতে চলেছেন এই তরুণ। গত এপ্রিলে রাজস্থান বিশ্ববিদ্যালয়ের থেকে পাঁচ বছরের এল এল বি কোর্স সম্পূর্ন করেন মায়াংক প্রতাপ সিং। বরাবরই তাঁর বিচারকের চাকরি করার ইচ্ছে বলে জানিয়েছেন মায়াংক। এল এল বি কোর্স সম্পূর্ন হতেই বিচার বিভাগের পরীক্ষায় বসেন তিনি। এবং প্রথম চেষ্টাতেই সফল হন। তাঁর শুধু বিচারক হওয়ার স্বপ্ন সফল হচ্ছে তাই নয়, পাশাপাশি ইতিহাসের পাতায় ও নিজের নাম ফেললেন এই তরুণ। দুবছর প্রোবেশনে থাকার পর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে রাজস্থান হাইকোর্ট এর বিচারবিভাগের কাজ শুরু করবেন মায়াংক প্রতাপ সিং। এর আগে রাজস্থান হাইকোর্টের বিচারবিভাগের পরীক্ষায় বসার নূন্যতম বয়স ছিল ২৩। চলতি বছরেই এই পরীক্ষায় বসার বয়স কমিয়ে ২১ বছর করা হয়।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.