Header Ads

প্রাথমিকে বড় বদল! আগামী শিক্ষাবর্ষেই নতুন দিগন্ত খুলছে ১৭৯৯৬টি স্কুলে।

নজরবন্দি ব্যুরোঃ শিক্ষাক্ষেত্রে বড় বদল! আগামী শিক্ষাবর্ষ থেকে প্রাথমিকের আওতাভুক্ত হতে চলেছে পঞ্চম শ্রেণী শিশুদের অধিকার সম্পর্কিত ফ্রি অ্যান্ড কমপালসারি এডুকেশন অ্যাক্ট(২০০৯) অনুসারে, স্কুল শিক্ষা বিভাগে পর্যায়ক্রমে পঞ্চম শ্রেণিকে প্রাথমিক বিদ্যালয়ের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। ইতিমধ্যে একটি প্রাথমিক তালিকা তৈরি করা হয়েছে। পঞ্চম শ্রেণীর পঠন পাঠনের জন্য ১৭৯৯৬ টি স্কুল বেছে নেওয়া হয়েছে।
স্কুলগুলির পরিকাঠামো এবং পরিষেবা খতিয়ে দেখে যদি উপযুক্ত মনে হয়, সেক্ষেত্রে রাজ্য স্কুল পরিদর্শক সেই সংক্রান্ত রিপোর্ট জমা দেবেন পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের অধ্যক্ষের কাছে। বিজ্ঞপ্তির মাধ্যমে এমনটাই জানিয়েছে পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ।
চলতি শিক্ষাবর্ষে এই নতুন ব্যবস্থার জন্য উচ্চ প্রাথমিক, মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক স্কুলগুলিতে পঞ্চম শ্রেণীর ভর্তি প্রক্রিয়ায় কোনও হেরফের হবে না। যেসব ছাত্রছাত্রী পঞ্চম শ্রেণী উত্তীর্ণ হবে তারা পরবর্তী শিক্ষাবর্ষের মধ্যে একই স্কুলে ষষ্ঠ শ্রেণীতে পড়বার সুযোগ পাবে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.