Header Ads

গোলাপি টেস্টের প্রথম দিনে খাদের কিনারায় বাংলাদেশ!

নজরবন্দি ব্যুরো: ইডেন গার্ডেনে ঐতিহাসিক গোলাপি টেস্টের প্রথম ম্যাচে প্রথম দিনেই ৫ উইকেট নিয়ে প্রথম ভারতীয় বোলার হিসেবে ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়ে নিলেন ঈশান্ত শর্মা। ১২ ওভার হাত ঘুরিয়ে ২২ রান দিয়ে আর ৪ ওভার মেডেন খাইয়ে ভারতের প্রথম গোলাপি টেস্টে ৫ উইকেটের মালিক বনে গেলেন ঈশান্ত শর্মা। বাংলাদেশ প্রথম ইনিংস গুটিয়ে গেল ১০৬ রানে। ভারতের হয়ে উমেশ যাদব ৩, সামি ২ উইকেট নিয়েছেন। ভারত বাংলাদেশ দুই দেশের কাছে এটাই প্রথম গোলাপি বলে টেস্ট ম্যাচ। ঐতিহাসিক এই টেস্ট ম্যাচে ঈশান্তের গোলাপি বলের ছোবল খেতে হয়েছে ইমরুল কায়েস, মাহমুদুল্লা, নঈম হাসান, ইবাদত হোসেন, মেহেদি হাসানকে। প্রথম ইনিংস ব্যাট করতে নেমে ভারত দুরন্ত ফর্মে থাকা মায়াঙ্ক আগরওয়ালকে হারায়, ব্যক্তিগত ১৪ রানের মাথায়। ভারতের স্কোর তখন ২৬ রান। এরপর স্কোরশিটে ৪৩ রান উঠেছে এমন সময় ২১ রান করে রোহিত শর্মা আউট হয়ে যায়। ক্রিজে নেমে চেতেশ্বর পুজারা আর বিরাট কোহলি ব্যাট হাতে ইনিংস মেরামতির কাজে নেমে পড়েন। ১০৫ বল খেলে চেতেশ্বর পূজারা ৫৫ রান করে আউট হয়ে যান। আউট হওয়ার আগে পূজারা গোলাপি বলে নিজের অর্দ্ধশতরান সেরে ফেলে। ইবাদত হোসেনের হঠাৎ উঠে আসা বাউন্স পূজারার ব্যাটের ওপরের দিকে লেগে দ্বিতীয় স্লিপে শাদমানের তালুবন্দি হয়ে পড়ে। ব্যাট হাতে অজিঙ্ক রাহানে ক্রিজে নেমে পড়েন। ভারতের স্কোর তখন ১৩৭ রান, ৩ উইকেট খুইয়ে। পূজারার আউট হওয়ার কিছু পরেই ভারত অধিনায়ক বিরাট কোহলি নিজের অর্দ্ধশতরান সেরে নেয়। প্রথম দিনের শেষে বিরাট কোহলি ৫৯ আর অজিঙ্ক রাহানে ২৩ রানে ক্রিজে রয়েছেন। ভারতের স্কোর ১৭৪ রান, ৩ উইকেটের বিনিময়। ভারত এগিয়ে ৬৮ রানে। হাতে রয়েছে ছয় ব্যাটসম্যান।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.