টজিটি স্কেল চাই বিজিটিএ লড়ছে, বেতন বৈষম্য ঘোঁচাতে সংঘবদ্ধ গ্রাজুয়েট শিক্ষকরা!
নজরবন্দি ব্যুরোঃ বেতন বৈষম্য সহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বৃহত্তর আন্দোলনের ডাকে গতকাল পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌরির ভীমদেব আদর্শ বিদ্যাপীঠ বিদ্যালয়ে সভা করলো বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স এসোসিয়েশন বা বিজিটিএ।
উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন ব্লক থেকে আগত কয়েকশ গ্র্যাজুয়েট শিক্ষক। প্রসঙ্গত রাজ্যের সমস্ত মাধমিক শিক্ষায় নিযুক্ত প্রায় লক্ষাধিক গ্র্যাজুয়েট শিক্ষকরা চরম বেতন বৈষম্যের শিকার। তাদের পাস নামক তকমা দিয়ে এক ভিন্ন বেতন কাঠামোর মধ্যে রাখা হয়েছে যা ভূভারতে কোথাও নেই। কলকাতা হাই কোর্ট এই বৈষম্য দূর করার জন্য পে কমিশনকে নির্দেশ দেয়। কিন্তু সদ্য প্রকাশিত পে কমিশনের রিপোর্টে এই বৈষম্য দূর তো হয়নি উল্টে বঞ্চনা আরো বেড়ে যায়।
অর্থাৎ কেন্দ্রের পে কমিশন অনুযায়ী একজন পিজি ও গ্র্যাজুয়েট ক্যাটাগরির শিক্ষকের মূল বেতনের পার্থক্য ২৭০০ হওয়ার কথা কিন্তু এ রাজ্যে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্টে সেই পার্থক্য দাঁড়ায় ৯২০০ টাকা। এই বঞ্চনার প্রতিবাদে গত ৩-৫ নভেম্বরে কলকাতার শহীদ মিনারের পাদদেশে অবস্থান বিক্ষোভ দেখায় এই অরাজনৈতিক সংগঠন । জেলা ও রাজ্য কমিটির সদস্যা শাশ্বতি মাইতি বলেন আমরা মুখ্যমন্ত্রী , শিক্ষামন্ত্রী থেকে পে কমিশনের ও শিক্ষা দপ্তরে বার বার দরবার করলেও কোনো ফল পাইনি। তাই ডিসেম্বরে আমরা বৃহত্তর আন্দোলনে নামার প্রস্তুতির জন্য ব্লক স্তর থেকে সংগঠনের ভীত মজবুত করছি।জেলার অন্যতম সদস্য মানব দাস বলেন যে যত দিন না আমাদের দাবি পূরণ হচ্ছে তত দিন আমাদের আন্দোলন জারি থাকবে ও সাথে সাথে আইনি লড়াই ও চলবে । তিনি জেলার সকল গ্র্যাজুয়েট শিক্ষকদের আরো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

No comments