Header Ads

টেস্টের দ্বিতীয় ইনিংসে বিশ্বের সবচেয়ে সফল বোলার সামি।

নজরবন্দি ব্যুরো : টেস্টে এখন বিরাটের সেরা অস্ত্র সামি। ইনদওরে সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে ভারত। আর বোলারদের মধ্যে সবচেয়ে সফল বলার সামি। শুধু তাই নয় পরিসংখ্যান বলছে টেস্টে দ্বিতীয় ইনিংসে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে সফল বাংলা ও ভারতের এই জোরে বোলার । কারণ তিনি টেস্টে ২০ ইনিংসে ৫১ উইকেট নিয়েছেন।
 ইনদওর টেস্টেও দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট সহ মোট ৭ উইকেট নিয়েছেন শামি। অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স টেস্টের দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৪৮ উইকেট। আর দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা নিয়েছেন ৩৪ উইকেট। বুমরার অনুপস্থিতিতে দলের পয়লা নম্বর স্ট্রাইক বোলার এখন সামি। এবার দেখার তাঁর ঘরের মাঠ ইডেনে গোলাপি বলের দিন-রাতের টেস্টে কেমন খেলে সামি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.