জীবনাবসানের ভুয়ো খবরে ছড়ালো চাঞ্চল্য! কেমন আছেন সুরসম্রাজ্ঞী?
নজরবন্দি ব্যুরো : শনিবার সন্ধ্যের পর হঠাৎই নেট-দুনিয়ায় খবর চাউর হয়ে যায় সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের জীবনাবসান হয়েছে। কিন্তু পরে খবরটি 'ভুয়ো' বলে আশ্বস্ত করা হয় সংবাদমাধ্যমের তরফে। সম্প্রতি বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তাঁকে মুম্বইয়ের হাসপাতালে ভর্তি করা হয়। এখনও সেখানেই রয়েছেন কিংবদন্তি গায়িকা।
গত ৪৮ ঘন্টায় তাঁর পরিবারের তরফে তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি। হাসপাতালের তরফেও মেলেনি কোনও বিবৃতি। সোশ্যাল মিডিয়ায় এক নামী সেলিব্রিটির টুইটেও বাড়ে উদ্বেগ। আর সেকারনেই ছড়িয়ে পড়ে ভুয়ো খবর। লতা মঙ্গেশকরের বোন আশা ভোঁসলে এবং উষা মঙ্গেশকরের কাছ থেকে কিছু না জানা গেলেও অবশেষে লতার পিআর টিমের তরফে সংক্ষেপে জানানো হয়েছে 'ভালো আছেন লতা দিদি'।
No comments