জোড়া সমাবেশে তীব্রতর টিজিটি আন্দোলনের প্রতিজ্ঞা বিজিটিএ 'র।
নজরবন্দি ব্যুরোঃ টিজিটি স্কেল না পেলে আরো কঠোর আন্দোলনের শপথ নিলেন প্রায় দুই শতাধিক গ্র্যাজুয়েট টিচার আজ দঃ ২৪ পরগনা বিজিটিএ জেলা কমিটির জোড়া বিক্ষোভ সমাবেশে। প্রথমটি অনুষ্ঠিত হয় দঃ ২৪ পরগনার বিচ্ছিন্ন এলাকা সাগর দ্বীপে, আর দ্বিতীয়টি ভাঙড়ের পোলেরহাট হাই স্কুলে। বিজিটিএ সুত্রে জানা গেছে দুই সমাবেশেই প্রায় দুই শতাধিক গ্র্যাজুয়েট টিচার যোগ দেন। এনারা বেশীর ভাগ ই আজ বিজিটিএ তে নতুন যোগ দিয়েছেন বলে জানা গেছে।
বিজিটিএ দঃ ২৪ পরগনা জেলা কমিটির তরফে এই সমাবেশের পোশাকী নাম দেওয়া হয় 'পরিকল্পনা সমাবেশ'। দঃ ২৪ পরগনা বিজিটিএ রাজ্য কমিটির যুগ্ম কোষাধ্যক্ষ স্বপন কুমার মন্ডল ও সহ সভাপতি প্রতাপ মন্ডল ভাঙড়ের সভা শেষে টেলিফোনে এই সংবাদ দাতা কে জানান,"এই সরকার কে আমরা বহু আবেদন নিবেদন করেছি। কোর্টে গিয়ে ও টিজিটি'র পক্ষে ৬ খানা রায় পেয়েছি, কিন্তু সরকার কোন রায় কে পাত্তা না দিয়ে এক জগাখিচুড়ি পে কমিশন ঘোষনা করেছেন যেখানে একজন ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার ও একজন পোষ্ট গ্র্যাজুয়েট টিচারের প্রাথমিক বেসিকের তফাৎ ৩২০০/ থেকে ভাড়িয়ে ৯২০০/ করা হয়েছে। বৃহত্তর গ্র্যাজুয়েট টিচারস এসোসিয়েশান সরকার কে হাইকোর্টের রায় মানানোর জন্য রাস্তায় নেমে আন্দোলন করেছেন।
কিন্তু এখনো পর্যন্ত সরকারী তরফে কোন ইতিবাচ সাড়া পাওয়া যায় নি। তাই আমরা জেলায় হেলায় বিক্ষোভ সমাবেশ ও পরিকল্পনা সভা করছি যাতে স্কুল গুলিতে পরীক্ষা পর্ব মিটলে অভূতপূর্ব তীব্র আন্দোলনে বামতে পারি। জেলার প্রতিটি গ্র্যাজুয়েট টিচার আরো একটি কঠোর আন্দোলনের জন্য মুখিয়ে আছেন। আমারা ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে মাননীয়া মুখ্যমন্ত্রী কে দাবীপত্র দিয়ে এসেছিলাম। সেকারণে ও পরীক্ষা পর্ব চলায় নভেম্বর মাসটা আমরা মুখ্যমন্ত্রী'র হস্তক্ষেপের অপেক্ষায় আছি। ডিসেম্বরের প্রথম থেকে আমরা ভয়ঙ্কর কঠোর আন্দোলন শুরু করব। আজকের সমাবেশ তার ই প্রস্তুতি সভা!"
বিজিটিএর সাধারণ সম্পাদক শ্রী সৌরেন ভট্টাচার্য জানান,"গ্র্যাজুয়েট টিচাররা বঞ্চিত হতে হতে একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছেন। আমাদের দুর্ভাগ্য যে আমরা এমন একটা রাজ্যে বাস করি যেখানে হাই কোর্টের 'ম্যান্ডামাস" মানানোর জন্য আন্দোলন করতে হয়!তবে সরকার কে সময় দিচ্ছি বলে সরকার যদি আমাদের দুর্বল ভাবেন তো ভুল করবেন,কেননা আমাদের আইনী প্রক্রিয়া জারি আছে। আর এই ফাঁকে প্রতিটি জেলা বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি টাও সেরে নিচ্ছে। জয় আমাদের হবেই! সরকার আমাদের যত অবহেলা করভে আমরা ততই কঠোর আন্দোলন করব, কেন না টিজিটি স্কেল আমাদের হকের পাওনা,তা আমরা প্রয়োজন হলে ছিনিয়েই নেব "
বিজিটিএ দঃ ২৪ পরগনা জেলা কমিটির তরফে এই সমাবেশের পোশাকী নাম দেওয়া হয় 'পরিকল্পনা সমাবেশ'। দঃ ২৪ পরগনা বিজিটিএ রাজ্য কমিটির যুগ্ম কোষাধ্যক্ষ স্বপন কুমার মন্ডল ও সহ সভাপতি প্রতাপ মন্ডল ভাঙড়ের সভা শেষে টেলিফোনে এই সংবাদ দাতা কে জানান,"এই সরকার কে আমরা বহু আবেদন নিবেদন করেছি। কোর্টে গিয়ে ও টিজিটি'র পক্ষে ৬ খানা রায় পেয়েছি, কিন্তু সরকার কোন রায় কে পাত্তা না দিয়ে এক জগাখিচুড়ি পে কমিশন ঘোষনা করেছেন যেখানে একজন ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার ও একজন পোষ্ট গ্র্যাজুয়েট টিচারের প্রাথমিক বেসিকের তফাৎ ৩২০০/ থেকে ভাড়িয়ে ৯২০০/ করা হয়েছে। বৃহত্তর গ্র্যাজুয়েট টিচারস এসোসিয়েশান সরকার কে হাইকোর্টের রায় মানানোর জন্য রাস্তায় নেমে আন্দোলন করেছেন।
বিজিটিএর সাধারণ সম্পাদক শ্রী সৌরেন ভট্টাচার্য জানান,"গ্র্যাজুয়েট টিচাররা বঞ্চিত হতে হতে একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছেন। আমাদের দুর্ভাগ্য যে আমরা এমন একটা রাজ্যে বাস করি যেখানে হাই কোর্টের 'ম্যান্ডামাস" মানানোর জন্য আন্দোলন করতে হয়!তবে সরকার কে সময় দিচ্ছি বলে সরকার যদি আমাদের দুর্বল ভাবেন তো ভুল করবেন,কেননা আমাদের আইনী প্রক্রিয়া জারি আছে। আর এই ফাঁকে প্রতিটি জেলা বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি টাও সেরে নিচ্ছে। জয় আমাদের হবেই! সরকার আমাদের যত অবহেলা করভে আমরা ততই কঠোর আন্দোলন করব, কেন না টিজিটি স্কেল আমাদের হকের পাওনা,তা আমরা প্রয়োজন হলে ছিনিয়েই নেব "

BGTA is a great and most active association
ReplyDelete