Header Ads

কাটমানি নিলেই জেল,কড়া বার্তা অনুব্রতর!

নজরবন্দি ব্যুরো: কাটমানি নিলেই পুলিশ সুপারকে বলে গ্রেফতার করে জেলে ঢোকানো হবে। রবিবার দুবরাজপুরের দলীয় সভায় এমনই কড়া বার্তা ছুঁড়ে দিলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডল। দলের সভায় অনুব্রত হুঁশিয়ারি এলাকায় যারা দলের নামে কাটমানি নেবে, পুলিশ সুপারকে বলে তাদের গ্রেফতার করানো হবে। দলীয় সভায় লোকসভা ভোটে খারাপ ফলের জন্য ডানা ছেঁটে দেওয়া হল দুবরাজপুর বিধানসভার সাত কমিটির। ৫ জনের পরিচালন সমিতি এখন থেকে এই বিধানসভার দলীয় কাজ দেখাশোনা করবে। কাটমানি, আর্থিক দুর্নীতি ভোট বিপর্যয়ের বড় কারণ দুবরাজপুর বিধানসভায়। খয়রাশোল আর দুবরাজপুরের স্থানীয় নেতৃত্বদের ডানা ছেঁটে দিয়ে স্পষ্ট বার্তা ছুঁড়ে দিল্রন অনুব্রত মন্ডল ব্যক্তি নয় দল আগে। দলীয় বৈঠকে ভোট বিপর্যয় বিশ্লেষণে উঠে এল বামের ভোট পেয়েছে রাম। আবার তৃণমূলের গোষ্ঠী কলহ দলের অনুকূলে ছিল না। সিব মিলিয়ে হতাশাজনক ফলাফল। দুবরাজপুরের গ্রাম এবং শহরের চিত্র কমবেশি একই। এই পরিস্থিতিতে ড্যামেজ কন্ট্রোলের জন্য ৫ জন সদস্যের পরিচালন সমিতি গড়ে তোলা। খয়রাশোল ব্লকের বাবুইজোর, হজরতপুর, লোকপুর ও খয়রাশোল এবং দুবরাজপুরের হেতমপুর ও বালিজুড়িতে এই কমিটি কাজ করবে। এমনটাই জানিয়েছে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। কাটমানি নিয়ে অনুব্রত মুখে কড়া বার্তা শোনা গেলেও বীরভূমের বিজেপি জেলা সভাপতি শ্যামাপদ মন্ডলের মুখে অন্য সুর। তিনি জানিয়েছেন, তৃণমূলের ওই নেতা বহুবার কাটমানি প্রসঙ্গে নিয়ে বলেছেন। কিন্তু আজ পর্যন্ত কাউকে গ্রেফতার করে দেখাননি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.