Header Ads

বলিউড 'শাহেনশা'র' অবসরের ইচ্ছা প্রকাশ, কিন্তু কেন?

নজরবন্দি ব্যুরো: ৭৭ এও 'অয়্যাংরি ইয়ংম্যান'বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন। কিন্তু এবার নিজেই অবসরের ইচ্ছা প্রকাশ্যে আনলেন। অবসরের ইচ্ছা প্রকাশ করে লিখে ফেললেন ব্লগ। মাঝে অসুস্থ ছিলেন অমিতাভ। সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিলেন। কাজেও নেমেছেন। এর মধ্যে অবসরেএ ইচ্ছে প্রকাশ অমিতাভ বচ্চনের। আসলে মানালিতে চলছে অমিতাভ বচ্চন অভিনীত ব্রম্মাস্ত্র' সিনেমার শুটিং। এই সিনেমাতে সহ অভিনেতা রয়েছেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। বিমানবন্দর থেকে সোজা গাড়িতে চেপে শুটিং স্পটে গিয়েছেন বিগ বি। এই সময়েই অমিতাভ বচ্চন নিজের ব্লগে পোস্ট করে লিখেছেন,'শরীর জানান দিচ্ছে,এবার অবসর হতে হবে'।
 ব্লগে লিখেছেন,'সুন্দর আবহাওয়া,শীতের আমেজ, বাতাসের শুদ্ধতা, ভোর ৫টার পির রেস্ট, পাহাড়ি পথের দারুণ নম্রতা, অভিনন্দনের আনন্দ, ছোট্ট ছিমছাম শহর, দারুণ অঅভ্যর্থনা, তাদের সরল ও সাদাসিধে এমন স্বভাব আর কোথাও নেই।' বলিউডের হিন্দি সিনেমায় 'বিজয়' নামেই অধিকাংশ চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন। সেই বিজয় ব্লগে এও লিখেছেন,'এটা একটা বার্তা, আমার এবার অবসরের পালা, মাথায় অন্য কিছু চলছে,কিন্তু আঙুল অন্য কিছু বলছে...। শুভরাত্রি।' বেশ কয়েকদিন ধরেই এই সিনেমার শুটিং চলবে মানালিতে। এরই মাঝে অভিনেতা অমিতাভ বচ্চনের অবসরের ইচ্ছা ভক্তকূলের কাছে বেদনার। ব্লগ পোস্টে গিয়ে অনেকেই অবসর না নেওয়ার আবেদন রেখেছে, আবার অনেকেই বিশ্রামের পরামর্শও দিয়েছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.