Header Ads

ভারতীয় ফুটবলে সূর্যোদয়,মুম্বই সিটি এফসির সঙ্গে গাঁটছড়া ম্যান সিটির।

নজরবন্দি ব্যুরো: নজরবন্দি ব্যুরো: মুম্বই সিটি দলের ৬৫ শতাংশ শেয়ার কিনে নিল ম্যাঞ্চেস্টার সিটি। অর্থাৎ মুম্বই সিটি দলের ৬৫ শতাংশ মালিকানা স্বত্তব এখন ম্যান সিটির হাতে। সিটি ফুটবল গ্রুপ বা সিএফজি হল ম্যাঞ্চেস্টার সিটি ক্লাবের দায়িত্বতে। এই গ্রুপের হাতে ছিল এতদিন সাত ক্লাব। মুম্বই সিটির ৬৫ শতাংশ মালিকানা হাতে আসায় সিএফজির হাতে চলে এল এখন আট ক্লাব। বৃহস্পতিবার ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা দল এই সিদ্ধান্তের বিষয়টি প্রকাশ্যে এনেছে। এই গাঁটছড়া হওয়ায় মুম্বই সিটি এফসির ৩৫ শতাংশ মালিকানা থাকছে বলিউড অভিনেতা রনবীর সিংহ এবং বিমল পারেখের হাতে।
 সিএফজি জানিয়েছে, ভারতীয় মূদ্রায় প্রায় ৩৬০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে সংস্থা। এই পরিমাণ অর্থ শুধু ভারতীয় ফুটবল নয়, এশিয়ার ফুটবলে কোন ধনী ক্লাব এই বিপুল পরিমাণ অর্থ এখনও পর্যন্ত খরচের জন্য এগোয় নি। এখানেই শেষ নয়, ম্যান সিটির কোচ অবসর সময়েও সরাসরি কাজ করবেন মুম্বই সিটিতে। ভারতীয় ফুটবলে মুম্বই সিটি এফসির সঙ্গে ম্যাঞ্চেস্টার সিটির গাঁটছড়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছে আইএসএলের চেয়ারম্যান নীতা আম্বানি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.