শিক্ষার ধর্ম এক; স্কুলে ভর্তির ফর্মে জাত ও ধর্মের উল্লেখ না করে নজির ১ লক্ষেরও বেশি ছাত্রছাত্রীর
নজরবন্দি ব্যুরো: জাত গেল জাত গেল বলে একি আজব কারখানা, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তা না না না..... সেই কবে ফকির লালন সাঁই এ কথা গানে গানে বলে গিয়েছিলেন অথচ সে কথার সারমর্ম বোঝার বদলে মানুষ এখন দেখে-বোঝে ধর্মের নামে বেয়াদবি থুড়ি, রাজনীতি। দেশের এহেন অবস্থায় আশার আলো জ্বেলে জাত-ধর্মের অচলায়তন ভাঙার উদ্যোগ নিল দেশের নতুন প্রজন্ম। অন্তত শিক্ষাক্ষেত্রে ভর্তির সময় জাত বা ধর্ম উল্লেখ করা আর বাধ্যতামূলক মনে করছে না তারা।
কেরলে শিক্ষার হার বরাবরই উর্দ্ধে, মুক্তচিন্তাতেই বিশ্বাসী সেখানকার অধিকাংশ বাসিন্দারা। এবার ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তির সময়ে ফর্মে জাত ও ধর্মের উল্লেখ না করে নজির গড়ল কেরলের ১ লক্ষেরও বেশি স্কুল পড়ুয়া। বুধবার কেরলের শিক্ষামন্ত্রী অধ্যাপক সি রবীন্দ্রনাথ জানালেন প্রথম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের এই পরিসংখ্যান। তিনি জানান, জাত-ধর্মের জন্য নির্দিষ্ট জায়গাটি ফাঁকা রাখার এই ট্রেন্ড উল্লেখযোগ্যভাবে বেড়ে চলেছে প্রতি শিক্ষাবর্ষে। তবে সকলেই যে এই ট্রেন্ড মানতে চাইছেন তা-ও নয়। সে রাজ্যের ভোকেশনাল হায়ার সেকেন্ডারি এডুকেশন (ভিএইচএসই) কোর্সে ভর্তি হওয়া সমস্ত ছাত্রছাত্রীই জাত ও ধর্মের উল্লেখ করেছেন ফর্মে।
কেরলে শিক্ষার হার বরাবরই উর্দ্ধে, মুক্তচিন্তাতেই বিশ্বাসী সেখানকার অধিকাংশ বাসিন্দারা। এবার ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তির সময়ে ফর্মে জাত ও ধর্মের উল্লেখ না করে নজির গড়ল কেরলের ১ লক্ষেরও বেশি স্কুল পড়ুয়া। বুধবার কেরলের শিক্ষামন্ত্রী অধ্যাপক সি রবীন্দ্রনাথ জানালেন প্রথম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের এই পরিসংখ্যান। তিনি জানান, জাত-ধর্মের জন্য নির্দিষ্ট জায়গাটি ফাঁকা রাখার এই ট্রেন্ড উল্লেখযোগ্যভাবে বেড়ে চলেছে প্রতি শিক্ষাবর্ষে। তবে সকলেই যে এই ট্রেন্ড মানতে চাইছেন তা-ও নয়। সে রাজ্যের ভোকেশনাল হায়ার সেকেন্ডারি এডুকেশন (ভিএইচএসই) কোর্সে ভর্তি হওয়া সমস্ত ছাত্রছাত্রীই জাত ও ধর্মের উল্লেখ করেছেন ফর্মে।

No comments