পর্বত সমান বেলগাছিয়া ভাগাড় থেকে ছড়াছে দূষণ। যেকোনো সময়ে ঘটতে পারে দূর্ঘটনা।
নজরবন্দী ব্যুরো ঃ হাওড়া জেলার একমাত্র জঞ্জাল ফেলার জায়গা বেলগাছিয়া ভাগাড়।পর্বত সমান এই ভাগাড় হাওড়া জেলার ৭ অ ৮ নং ওয়ার্ডের মধ্যে অবস্থিত।প্রায় ১৮ একর জমির উপরে অবস্থিত এই ভাগাড়। উচ্চতা ৬০ ফুট। গোটা হাওড়া জেলার জঞ্জাল এই ভাগাড়েই ফেলা হয়। বেলগাছিয়া্ ভাগাড়ের থেকে ছড়াচ্ছে দূষন।এই দূষণের ফলে সেখানে বসবাসকারী মানুষেদের অসস্থি দিন দিন বেড়েই চলেছে। ভাগারের পাশে রয়েছে একটি হোমিওপ্যাথি কলেজ ও হাসপাতাল এবং আছে অনেক দোকানও। যেকোনো সময়ে এই ভাগাড় ভেঙ্গে পরতে পারে। রয়েছে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা।
এই সমস্ত দিকের কথা মাথায় রেখেই এই জঞ্জালের থেকে মুক্তি পেতে উদ্যোগী হল হাওড়া পুরসভা ও রাজ্য সরকার। ভাগাড়ের বহন ক্ষমতা কমে যাওয়ায় বছর খানেকের মধ্যে এই জাওয়গায় ময়লা ফেলার মত আর অবস্থা থাকবে না। এই কারণে জঞ্জাল ফেলার জন্য পুরনো ভাগাড়ের পাশে তৈরি হয়েছে নতুন একটি ভাগাড়। যেখানে প্রতিদিন ফেলা হয় ৮০০ মেট্রিক টন জঞ্জাল। এই সমস্যার সমাধানের জন্য ব্যবস্থা নিচ্ছে রাজ্য স্রকার। অত্যাধুনিক বায়ো-মাইনিং পদ্ধতির মাধ্যমে এই কাজ করবে হাওড়া পুরসভা। মধ্যপ্রদেশের ইন্দোরেও জঞ্জাল অপসারনের জন্য এই পদ্ধতি ব্যবহার করেছে। এই পদ্ধতির দ্বারা জঞ্জাল থেকে মাটি আর আবর্জনা আলাদা করে সেই মাটিকে অন্যত্র ফেলা হবে। ইতি মধ্যে এই কাজের জন্য টেন্ডার ডাকা হয়েছে।

No comments