Header Ads

বুলবুলের পর ধেয়ে আসছে 'নাকরি'; সতর্কবার্তা আবহাওয়া দফতরের।

নজরবন্দি ব্যুরোঃ বুলবুলের রেশ এখনও কাটেনি। ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন উপকূলবর্তী লক্ষাধিক বাসিন্দা। পরিস্থিতি সম্পূর্ণ সামাল দিতে না দিতেই ফের এক শক্তিশালী ঝড় 'নাকরি'র জন্য সতর্কবার্তা দিল আবহাওয়া দফতর। কিছুদিন ধরেই বঙ্গোপসাগরের ওপর থেকে শক্তি সঞ্চয় করছিল 'নাকরি'। গতিপথ অনুমান করে আবহাওয়া দফতর বলেছিল, প্রথমে মায়ানমারের দিকেই ধাবিত হবে নাকরি।
কিন্তু এবার ভারতকেই সতর্কবার্তা দিল তারা। নাকরির বর্তমান অবস্থা জানিয়ে আবহাওয়া দফতর সতর্ক করল উপকূলবাসীদের। দক্ষিণ ভারতের ওড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের উত্তর দিকের উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়বে নাকরি। রেহাই পাবে না চেন্নাই এবং তামিলনাড়ুর উপকূল গুলিও। ভারী থেকে অতি-ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সমস্ত স্থানে।
পশ্চিমবঙ্গে খুব একটা প্রভাব না পড়লেও বাংলাদেশে নাকরির প্রভাব পড়বে যথেষ্ট। ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা সেখানেও। ইতিমধ্যেই সতর্কতা জারি করে মৎস্যজীবীদের বলা হয়েছে যাতে তাঁর জলে না যান। তবে ঠিক কতদিনে বা কবে নাকরি স্থলভাগে ঢুকবে তা নির্দিষ্ট করে বলতে পারেনি হাওয়া অফিস।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.