Header Ads

মার্চের মধ্যেই ভারত পেট্রোলিয়াম ও এয়ার ইন্ডিয়া বিক্রির সিদ্ধান্ত মোদী সরকারের!

নজরবন্দি ব্যুরোঃ মার্চের মধ্যেই বিক্রি হবে দুই রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা ভারত পেট্রোলিয়াম ও এয়ার ইন্ডিয়া, এক সাক্ষাত্কারে স্পষ্ট এ কথাই জানিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বেকারত্ব, অর্থনৈতিক মন্দা -সব মিলিয়ে সঙ্কটের মধ্যে ভারতীয় অর্থনীতি। এহেন পরিস্থিতিতে রাজকোষেও টান পড়েছে। কর্পোরেট ছাড়ের সীমা বাড়িয়ে পরিস্থিতি আরও সঙ্গীন হয়েছে। এই অবস্থায় রাজস্ব ঘাটতি কমাতেই রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা বিক্রি করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার।
এ বিষয়ে অর্থমন্ত্রীর বক্তব্য, দু'টি সংস্থার ক্ষেত্রেই আমরা এই আশা নিয়ে এগোচ্ছি যে বিলগ্নিকরণ প্রক্রিয়া চলতি অর্থবছরের মধ্যেই সম্পূর্ণ করতে পারব। এয়ার ইন্ডিয়া বিক্রির আগে বিভিন্ন আন্তর্জাতিক রোড শো-তে লগ্নিকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গিয়েছে। গত বছরই এয়ার ইন্ডিয়া বিক্রি করার পরিকল্পনা ছিল সরকারের। তবে সেবার বিনিয়োগকারিদের মধ্যে তেমন উৎসাহ না থাকায় সরকার পিছিয়ে আসে। কিন্তু এবার এই সংস্থার বিলগ্নিকরণ হবে বলেই আশাবাদী সরকার।
ম্রিয়মান অর্থনীতিকে সতেজ করতেই সরকার এমন উদ্যোগ নিয়েছে বলে মন্তব্য করেছেন নির্মলা সীতারমন। সীতারামনের আশা, বিক্রি বাড়াতে এবং কর ফাঁকি রুখতে যে সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে তার ফলে জিএসটি সংগ্রহ বাড়বে। এসার স্টিল নিয়ে সুপ্রিম কোর্টের রায় ব্যাঙ্ক দেউলিয়া আইনের সাংবিধানিকতা, আইনি বৈধতাকে স্বীকৃতি দিয়েছে বলেও জানান তিনি। আগামী ত্রৈমাসিক থেকে বিভিন্ন ব্যাঙ্কের ভগ্ন আর্থিক বেহাল দশার হাল ফিরতে শুরু করবে বলে মনে করা হচ্ছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.