Header Ads

আইনি আলোচনা সভা অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ে।

নজরবন্দি ব্যুরোঃ দিল্লিতে নির্ভয়া কান্ডের পর থেকে দেশে মহিলাদের নিরাপত্তা এবং সুরক্ষার জন্য আইন সংশোধিত হয়েছে। ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত দেশের ফৌজদারি আইনে নিয়ে আসা হয়েছে একাধিক সংশোধন। মহিলাদের ওপর বেড়ে চলা পাশবিক নির্যাতন এবং বৈষম্য দূরীকরণে এই সংশোধিত আইন সমাজ জীবনে শৃঙ্খলার বন্ধনকে অটুট রাখতে সহায়ক হয়ে উঠবে এমনটাই মত আইন বিশেষঞ্জদের। মহিলাদের প্রতি বৈষোময় দূরীকরণে প্রচেষ্টা হগিসেবে সম্প্রতি অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে একটি মনঞ্জ আলোচনাওসভার আয়োজন করে স্কুল অফ ল অ্যান্ড জাস্টিস। আলোচনাসভায় উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এসপি তালিকদার, আইইটি খড়গপুরের রাজীব গান্ধী স্কুল অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল- এর প্রফেসর ডঃ দীপা দুবে, হায়দরাবাদ সিমবায়োসিস ল স্কুলের অধিকর্তা অধ্যাপক ডঃ সরফরাজ আহমেদ খান, সুরেন্দ্রনাথ ল কলেজের উপাধ্যক্ষ মহম্মদী তারানুম, ইন্টারন্যাশনাল জাস্টিস মিশনের অধিকর্তা সপ্তর্ষি বিশ্বাস, অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ে স্কুল অব ল অ্যান্ড জাস্টিসের অধিকর্তা এবং আহমেদাবাদের অধ্যক্ষ জেলা বিচারপতি জ্যোৎসা ইয়াগনিক, বিশ্ববিদ্যালয়ের আচার্য সমিত রায় এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ মধুসূদন চক্রবর্তী বক্তব্য রাখেন। সংস্থার তরফ থেকে বক্তব্যে বলা হয়েছে, ২০১২ সালের নির্ভয়া ধর্ষণের ঘটনার সাত বছর পর দেশের বিভিন্ন আইন সংশোধিত করা হয়। এই বিষোয়গুলো নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করা হল। সমিত রায় বলেন, বর্তমান সময়ে ছাত্র ছাত্রীদের সর্বোত্তম মানের শিক্ষা দেওয়ার জন্য অ্যাডামাস বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা পাওন করেছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতির অঙ্গ হিসেবে এখানে লিঙ্গ বৈষম্য দূরীকরণ সংক্রান্ত বিভিন্ন আলোচনা সভার আয়োজন করা হয়ে থাকে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.