Header Ads

শনিবার মধ্যরাত থেকে হাওড়া স্টেশনে বাতিল একাধিক ট্রেন, ৮ ঘন্টার ট্রাফিক ব্লক।

নজরবন্দি ব্যুরো : পূর্ব রেলের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, 'শনিবার রাত ১২ টা ১৫ মিনিট থেকে পরের দিন সকাল ৮ টা ১৫ মিনিট পর্যন্ত হাওড়া পেসেঞ্জার ইয়ার্ডে ট্রাফিক ও পাওয়ার ব্লক নেওয়া হয়েছে। যে কারনে ওই ইয়ার্ডে ৪৮০ মিনিট বা ৮ ঘন্টা সমস্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে।'মূলত রেল লাইনের রক্ষণাবেক্ষণের জন্য শনিবার মধ্য রাত থেকে রবিবার সকাল পর্যন্ত ৪৮০ মিনিট হাওড়া পেসেঞ্জার ইয়ার্ডে ট্রাফিক ও পাওয়ার ব্লকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাফিক পাওয়ার ব্লকের জেরে ১২৮৫৭ তাম্রলিপ্ত একপ্রেস হাওড়া স্টেশনের পরিবর্তে রবিবার সকালে সাঁতরাগাছি স্টেশন থেকে ছাড়বে।
 পাশাপাশি ১ ডিসেম্বরের ৩৮৪০৮ পাঁশকুড়া - হাওড়া লোকাল এবং ৩৮৪০৫ হাওড়া - পাঁশকুড়া লোকাল বাতিল করা হয়েছে। এছাড়াও আগামী ১ ডিসেম্বরের ১২৮৭১ ইস্পাত এক্সপ্রেস ও ১২৭০৩ ফুলনামা এক্সপ্রেসের সময়সূচি বদল করা হয়েছে। ১২৮৭১ ইস্পাত এক্সপ্রেসটি ১ ডিসেম্বরের সকাল ৬ টা ৫৫ মিনিটের পরিবর্তে সকাল ৯ টা ১০ মিনিটে হাওড়া থেকে ছাড়বে ও ১২৭০৩ ফুলনামা এক্সপ্রেসটি ওই দিন সকাল ৭ টা ১৫ মিনিটের পরিবর্তে ৯ টা ২০ মিনিটে হাওড়া ছেড়ে যাবে। সেই সঙ্গে যাত্রাপথে আরও তিনটি দূরপাল্লার ট্রেনের সময় ৯৫ মিনিট থেকে ১২০ মিনিট নিয়ন্ত্রণ করা হবে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.