Header Ads

দেখেনিন এক্সপ্রেস ট্রেনের খাওয়ারের নতুন দামের তালিকা।

নজরবন্দি ব্যুরোঃ এক্সপ্রেস ট্রেনের খাবারের নতুন দামের লিস্ট। দেখেনিন... নজরবন্দি ব্যুরোঃ এক্সপ্রেস ট্রেনের খাবারের দাম বাড়লো। আর তার সাথে মাথায় হাত পড়লো সাধারণ মানুষের, যাদের কাজের সূত্রে প্রতিনিয়ত নানান জায়গায় যেতে হয়। এক লাফে বেশ অনেকটাই খাবারের মূল্য বৃদ্ধি করল রেল। ১৪ নভেম্বর ভারতীয় রেলের তরফে জারি করা হয়েছে একটি বিবৃতি। সেখানে দেখা যাচ্ছে, রাজধানী, শতাব্দী, দুরন্তর মতো এক্সপ্রেস ট্রেনে চা, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের দাম বেড়েছে বেশ অনেকটাই। চায়ের দাম ১৫ থেকে ৩৫ টাকা। ব্রেকফাস্ট ৫৫ থেকে হয়েছে ৯০। ৭৫ টাকা খাবার হয়েছে ১৪০ টাকা। আবার কোন ট্রেনে ১০ টাকা চা হয়েছে ১৫ টাকা। ৪০ টাকার ব্রেকফাস্ট হয়েছে ৬৫ টাকা। মিল ৮০ টাকা থেকে হয়েছে ১২০ টাকা। এই ভাবে বেশ কিছু ট্রেনের খাবারের দাম বৃদ্ধি করল রেল। অন্য দিকে শুন্তে পাওয়া যাচ্ছে ট্রেনের টিকিটেরও দাম বৃদ্ধি হবে। কিন্তু তা কবে হবে সেই ব্যাপারে এখনই কিছু বলা সম্ভব নয়।
তবে বলা যেতেই পারে রেল বেসরকারি হয়ে গেলে টিকিটের ভাড়া বাড়তে খুব বেশি সময় লাগবে না। আসুন দেখেনি কোন ট্রেনের কোন খাবারের দাম ঠিক কতটা বৃদ্ধি পেলঃ মেনু আগের দাম (টাকা) পরের দাম (টাকা) সকালের চা ১৫ ৩৫ ব্রেকফাস্ট ৯০ ১৪০ লাঞ্চ/ ডিনার ১৪৫ ২৪৫ সন্ধ্যার চা ৭৫ ১৪০ মেনু আগের দাম (টাকা) পরের দাম (টাকা) সকালের চা ১০ ২০ ব্রেকফাস্ট ৭৫ ১০৫ লাঞ্চ/ ডিনার ১২৫ ১৮৫ সন্ধ্যার চা ৪৫ ৯০ মেনু আগের দাম (টাকা) পরের দাম (টাকা) সকালের চা ১০ ২০ ব্রেকফাস্ট ৭৫ ১০৫ লাঞ্চ/ ডিনার ১২৫ ১৮৫ সন্ধ্যার চা ৪৫ ৯০ মেনু আগের দাম (টাকা) পরের দাম (টাকা) ব্রেকফাস্ট (ভেজ) ৩০ ৪০ ব্রেকফাস্ট ( নন ভেজ) ৩৫ ৫০ মিল (ভেজ) ৫০ ৮০ মিল (নন ভেজ) ৫৫ ৯০ খাবারের দাম বৃদ্ধি নিয়ে ভ্রমণ প্রিয় মানুষেরাও একটু চিন্তায় পড়েছেন নিশ্চয়ই? খাবারের দাম বৃদ্ধির সাথে আসা রাখা যায় খাবারের মানটাও ঠিক থাকবে।
 কারণ রেলের খাবার নিয়ে অনেল সমস্যার কথাই আমাদের সামনে আসে। ভ্রমণ প্রিয় মানুষেরা প্রকৃতির সাথে সময় কাটাতে ভালোবাসেন তাই প্রাই বেড়িয়ে পড়েন কোনো না কোনো জায়গার উদ্দ্যেশে। তাই এখন ট্রেনে করে কোথাও যেতে হলে একটু বেশি টাকাই সাথে রাখতে হবে সকলকে।ট্রেনের সব খাবারের দাম বৃদ্ধি নিয়ে সাফাইও দিয়েছে রেল বোর্ড। তাঁদের বক্তব্য, ‘‘ভারতীয় রেলের কেটারিং সার্ভিসের মান বাড়াতে চাই আমরা। সে জন্যই দাম বৃদ্ধির এই সিদ্ধান্ত।’’ এর আগে ২০১৪ তে বেড়েছিল এক্সপ্রেস ট্রেনের খাবারের দাম।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.