Header Ads

এএফসি প্লেয়ার অফ দ্য ইয়ার হওয়ার দৌড়ে ভারতের আশালতা দেবী।

নজরবন্দি ব্যুরো: চলতি বছরের ডিসেম্বর মাসের ২ তারিখ হংকং শহরে বসতে চলেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) বার্ষিক পুরস্কার অনুষ্ঠান। এই অনুষ্ঠানে এএফসি প্লেয়ার অফ দ্য ইয়ার মহিলা বিভাগে নাম রয়েছে ভারতের আশালতা দেবীর। ভারতের এই মহিলা ফুটবলার শেঠহু এফসির হয়ে খেলে। ২০২০ অলিম্পিক কোয়ালিফায়িং রাউন্ড ২ ভারতের জার্সি গায়ে ডিফেন্ডার আশালতা দেবীর পারফর্মেন্স ছিল চমকপ্রদ। ভারত মহিলা বিভাগে ২০১৯ সাফ কাপ চ্যাম্পিয়ন হয়। এই চ্যাম্পিয়নসশিপেও আশালতা দেবী সকলের নজর কেড়ে নেয়।
 ক্লাব দলের জার্সি গায়ে ভারতের মহিলা ফুটবলার আশালতা দেবী ২০১৮-২০১৯ মরশুমে দেশের সেরা মহিলা ফুটবলার হিসেবে সম্মানিত হয়েছেন। ক্লাব দল শেঠহু এফসির হয়ে উইমেন্স লিগ জিতেছেন। আশালতা দেবী এই বিভাগে আশালতা দেবীর প্রতিদ্বন্দ্বীরা হলেন চীনের গুয়াংডং হিউজুন এফসির লি ইয়িং আর জাপানের অলিম্পিকি লিওনেসের সাকি কুমাগাই। এএফসি প্লেয়ার অফ দ্য ইয়ার ফুটবলার পুরুষ বিভাগ, এএফসি আন্তজার্তিক প্লেয়ার অফ দ্য ইয়ার, এএফসি ইয়ুথ প্লেয়ার অফ দ্য ইয়ার(পুরুষ ও মহিলা বিভাগে) এএফসি কোচ (পুরুষ ও মহিলা বিভাগ) সহ আরও বেশ কয়েকটি বিভাগে পুরস্কার দিতে চলেছে। এএফসি কোচ অফ দ্য ইয়ার পুরুষ বিভাগের লড়াইতে রয়েছে ইরানের কাতায়ুন খোসরোয়ার, জাপানের আশোকো তাকাকুরা এবং কোরিয়ার চুং জুংইয়ং।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.