Header Ads

বিশ্বকাপে হারের কারণ নিয়ে মুখ খুললেন ক্যাপ্টেন কোহলি।

নজরবন্দি ব্যুরো: ২০১৯ আইসিসি বিশ্বকাপ সেমিফাইনালে ভারত নিউজিল্যান্ডের কাছে হেরে গিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছিল। এই পরাজয়ের গ্লানি প্রতিটি দেশবাসীর মতো ভারত অধিনায়ক বিরাট কোহলিকেও কুঁড়ে কুঁড়ে খেয়ে থাকে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে কিউই বোলার ট্রেন্ট বোল্টের দুরন্ত স্পেলের মুখে দাঁড়িয়ে ভারতীয় ব্যাটিং লাইন আপের ওপরের দিকের ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফিরে আসে আউট হয়ে। ট্রেন্ট বোল্টের ইনসুইং বিরাটের প্যাডে গিয়ে লাগে। আম্পায়ার এলবিডবলু দেয়। রিভিউ নিয়ে দেখা যায় বল স্টাম্পের ওপরে বেল ছুঁয়ে বেরিয়ে যাচ্ছে। আম্পায়ার্স কল হওয়ার কারণে ভারত অধিনায়ককে আউট হতে হয়।
এই ম্যাচে জাডেজা- ধোনি জুটি আশার আলো দেখালেও কাজে আসেনি। এমএস ধোনি রান আউট হতেই ভারতের বিশ্বকাপ অভিযানে জল পড়ে যায়। এই ম্যাচ নিয়ে ভারত অধিনায়ক বিরাট কোহলি বলেছেন, "ব্যর্থতায় সকলেই প্রভাবিত হয়। আমিও হয়েছি। আমি সব সময় জেতার জন্য মাঠে নামি।" ক্যাপ্টেন কোহলি বিশ্বকাপ সেমিফাইনাল ম্যাচ নিয়ে বলতে গিয়ে বলেছেন,"সেদিনও আমি ভেবেছিলাম অপরাজিত থেকে দলকে জিতিয়ে আসবো। হারতে আমি ঘৃণা করি। ভারতের হয়ে মাঠে নামাটা কে আমি বিশাল এক সম্মান বলে ভাবি। তাই সকল সময়ে এমন দৃষ্টান্ত রেখে যেতে চাই, যাতে ভবিষ্যৎ এর ক্রিকেটারেরা আমাদের মতো হওয়ার চেষ্টা করে।"

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.