এক ধাক্কায় পেঁয়াজের দামে পতন; স্বস্তির নিঃশ্বাস নিম্ন ও মধ্যবিত্তের।
নজরবন্দি ব্যুরোঃ আপেলের থেকে পেঁয়াজের দাম বেশি। দামের ঝাঁঝে প্রান ওষ্ঠাগত মধ্যবিত্তের। তবে শনিবার সল্টলেকের সিএ মার্কেট, মানিকতলা বাজারে পিঁয়াজ প্রতি কেজি মিলল ৮০ টাকা। তাহলে কি দাম নিম্নগামী? এ প্রশ্নের উত্তর এই মুহুর্তে দেওয়া না গেলেও, দাম কমার অন্যতম কারন হিসাবে মনে করা হচ্ছে টাস্ক ফোর্সের অভিযান।
কয়েকদিন আগে পিয়াজের দাম ছিল ১০০ টাকারও বেশি। টাস্ক ফোর্সের নজরদারির ফলে দাম একটু কমেছে বলেই দাবি ক্রেতাদের।বিক্রেতাদের দাবি, নতুন পেঁয়াজ আসায় কমছে দাম। টাস্ক ফোর্সের তরফে দোকানগুলিতে দামের তালিকা টাঙানোর নির্দেশ দেওয়া হয়েছিল। সল্টলেক সিএ মার্কেটে, কাকুরগাছি ভিআইপি বাজারে কোনও দোকানেই দেখা যায় নি রেটচার্ট।
মানিকতলা বাজারের এক বিক্রেতার কথায় দাম রোজ লেখা সম্ভব নয় ৷ সকালে এক দাম, বিকালে অন্য দাম। সিএ মার্কেটের বিক্রেতা যদিও দাম লিখতে ভুলে গেছেন বলে স্বীকার করেছেন। তবে টাস্ক ফোর্স দামের তালিকা নিয়ে যে নির্দেশিকা দিয়ে ছিল তা যে মানা হচ্ছে না তা প্রমান হল।

No comments