Header Ads

গোলাপি ইডেনের ঐতিহাসিক মূহুর্তে থাকছেন না রাজ্যপাল! কেন? #Exclusive

নজরবন্দি ব্যুরোঃ মুখ্যমন্ত্রী মমতা ও রাজ্যপাল জগদীপ ধনকরের তরজা এখন 'ওপেন সিক্রেট'। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের উদ্দেশ্যে যখন বলছেন - 'উনি বিজেপি পার্টি ম্যান! অন্যদিকে রাজ্যপালও জবাবে বলছেন- 'মৌচাকে ঢিল মারলে মৌমাছি আক্রমণ করবেই। বোলাররা বল করবেন, আমি আম্পায়ার'। এছাড়া জেলায় জেলায় চলে যাওয়া নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন শাসক দলের নেতানেত্রীরা। এহেন পরিস্থিতিতে গুঞ্জন শোনা যাচ্ছে, সম্ভবত ২২ নভেম্বর অর্থাৎ আগামী কাল মমতা, হাসিনা'র সঙ্গে ইডেনে গোলাপি বলের উদ্বোধনী টেস্টে উপস্থিত থাকতে পারবেন না জগদীপ ধনকর। জরুরি কাজে বাইরে যেতে হতে পারে তাঁকে।

ইতিহাসের পাতায় পা দিতে চলেছে ইডেন গার্ডেন্স ৷ উপমহাদেশে প্রথম গোলাপি বলে দিনরাতের টেস্ট ম্যাচের আয়োজন করতে চলেছে ইডেন ৷ আর কয়েক ঘন্টা পরই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘন্টা বাজিয়ে উদ্বোধন করবেন উদ্বোধনী ম্যাচের ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও রাজ্যপাল জগদীশ ধনকড়ের রাতের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল । কিন্তু একেবারে শেষ মুহূর্তে এসে জানা যাচ্ছে দু 'জনের কেউই উপস্থিত থাকতে পারবেন না এদিন। তাঁরা যোগ দেবেন দ্বিতীয় দিন অর্থাৎ ২৩ নভেম্বর। তবে প্রথম দিন তাঁদের উপস্থিত না থাকাকে অনেকেই ভালো চোখে দেখছেন না। নিন্দুকেরা বলছে, মমতা এবং হাসিনার সঙ্গে দুরত্ব বজায় রাখতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন শাহ এবং ধনকড়।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.