সামনে এল টালা ব্রিজের নতুন মডেল।
নজরবন্দি ব্যুরোঃ ভেঙে ফেলা হবে টালা ব্রিজ। কিন্তু কেমন হবে নতুন ব্রিজ। এবার সেই ব্রিজের নতুন মডেল এল কলকাতা পুরসভায়। যা তৈরি করেছে পূর্ত দফতর। নয়া মডেল অনুযায়ী ঢালাই নয়, অত্যাধুনিক পদ্ধতিতে দুটি পিলারের ওপরেই দাঁড়িয়ে থাকবে ব্রিজ। ইতিমধ্যেই নতুন ব্রিজের একটি প্রাথমিক মডেল তৈরি করা হয়েছে। তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে পুরসভায়। জানা গিয়েছে, পুরনো টালা ব্রিজ তৈরি করা হয়েছিল ঢালাই করেই অর্থাত্ পুরনো টালা ব্রিজটি তৈরি হয়েছিল বিম ব্রিজের আদলে।
তবে নতুন মডেল অনুযায়ী কেবল স্টেইড ব্রিজের আদলে অর্থাত্ পিলার দিয়েই তৈরি হবে টালা ব্রিজ। মডেলটি তৈরি করেছেন পুরসভার ইঞ্জিনিয়াররা।ইতিমধ্যেই টালা ব্রীজ ভাঙার সুপারিশ দিয়েছে নবান্ন। জলের পাইপলাইন ও রেলের নকশার একটি ব্লু প্রিন্টের উপর রেখে দেখা হবে নয়া নকশার সাথে সেই লাইনের কোনও সমস্যা হচ্ছে কিনা। এই বিষয়ে পুরকর্তৃপক্ষ বৈঠকে নকসা অনুমোদন পেলে তা পাঠান হবে রাইটসের কাছে। রাইটস ও রাজ্যের যৌথ চূড়ান্ত সিদ্ধান্তের পরেই নকশা অনুযায়ী পূর্ত দফতর তৈরি করবে এই নয়া টালা ব্রীজ।
তবে নতুন মডেল অনুযায়ী কেবল স্টেইড ব্রিজের আদলে অর্থাত্ পিলার দিয়েই তৈরি হবে টালা ব্রিজ। মডেলটি তৈরি করেছেন পুরসভার ইঞ্জিনিয়াররা।ইতিমধ্যেই টালা ব্রীজ ভাঙার সুপারিশ দিয়েছে নবান্ন। জলের পাইপলাইন ও রেলের নকশার একটি ব্লু প্রিন্টের উপর রেখে দেখা হবে নয়া নকশার সাথে সেই লাইনের কোনও সমস্যা হচ্ছে কিনা। এই বিষয়ে পুরকর্তৃপক্ষ বৈঠকে নকসা অনুমোদন পেলে তা পাঠান হবে রাইটসের কাছে। রাইটস ও রাজ্যের যৌথ চূড়ান্ত সিদ্ধান্তের পরেই নকশা অনুযায়ী পূর্ত দফতর তৈরি করবে এই নয়া টালা ব্রীজ।
কোন মন্তব্য নেই