Header Ads

বিশ্বের সর্বোচ্চ সামরিক ঘাঁটি সিয়াচেনে ভয়াবহ তুষারধস, নিখোঁজ বহু জওয়ান।

নজরবন্দি ব্যুরোঃ ভয়াবহ তুষারধসের কবলে বিশ্বের সর্বোচ্চ সামরিক ঘাঁটি সিয়াচেন। তুষারের তলায় চাপা পড়েছেন বেশ কয়েকজন জওয়ান। দুর্ঘটনাটি ঘটেছে ভূপৃষ্টথেকে প্রায় ১৮,০০০ ফুট উচ্চতায় নর্দান গ্লেসিয়ারে। জোর কদমে ত্রাণ ও উদ্ধারকাজ শুরু করেছে সেনাবাহিনী। তবে ঠিক ক'জন জওয়ান এই বিপর্যয়ের কবলে পড়েছেন সে সম্পর্কে কিছু জানা যায়নি।
যদিও একটি বেসরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, রোজকার মতো টহল দেওয়ার সময় বিপদের মুখে পড়েন জওয়ানরা। এই দলে ৮ জন জওয়ান ছিলেন। বিশাল তুষারের স্তূপ তাঁদের দিকে ধেয়ে আসে এবং চাপা পড়ে যান জওয়ানরা। প্রসঙ্গত, কারাকোরাম রেঞ্জে ২০ হাজার ফুট উঁচুতে সিয়াচেন হিমবাহ। এই অঞ্চলকেই বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র বলে ধরা হয়। তুষারধস, পাথরধস এখানকার নিত্যনৈমিত্যিক ঘটনা। শীতকালে তাপমাত্রা মাইনাস ৬০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। এই প্রবল প্রাকৃতিক প্রতিকূলতার মধ্যেই ভারতীয় জওয়ানরা দেশের সীমান্ত রক্ষার জন্য মোতায়েন আছেন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.