বদলে যাচ্ছে আগ্রা'র নাম, পরিবর্তে কি নাম রাখা হচ্ছে জানেন?
নজরবন্দি ব্যুরো : উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সাম্রাজ্যের বিভিন্ন জায়গার নাম একের পর এক বদলে যেতে শুরু করেছে। আর এবার বদলে যেতে চলেছে আগ্রার নাম। বহু মানুষের বিশ্বাস রয়েছে যে, প্রাচীনকালে আগ্রার নাম ছিল অগ্রভান। 'মানুষের বিশ্বাস'এর উপর ভিত্তি করেই আগ্রার নাম বদলের সিদ্ধান্ত নিয়েছে যোগী সরকার। আগ্রার নামের ঐতিহাসিক মাহাত্ম্য খতিয়ে দেখার জন্য আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস দফতরকেও বলা হয়েছে। কখন কি পরিস্থতিতে এবং কেন অগ্রভান থেকে আগ্রা হয়েছিল, তা খতিয়ে দেখছেন ঐতিহাসিক এবং বিশেষজ্ঞদের।
প্রসঙ্গত, এর আগেও এলাহাবাদের নাম বদলে করা হয়েছিল প্রয়াগরাজ। এই বদলে দায়িত্ব নিয়েছিল আখড়া পরিষদ। আর তাতে সায় দিয়েছিলেন রাজ্যপাল রাম নায়েক। পরিষদের দাবি ছিল, ষোড়শ শতকের আগে পর্যন্ত এলাহাবাদের নাম প্রয়াগরাজই ছিল। ষোড়শ শতকে আকবরের আমলে, শাসক আকবর গঙ্গা-যমুনার মিলনস্থলে একটি দুর্গ প্রতিষ্ঠা করেন।গঙ্গা-যমুনার মিলনস্থলের সেই দুর্গটির নাম ছিল এয়ালাহাবাদ। ফৈজাবাদের নাম পরিবর্তন করে হয় অযোধ্যা এবং ঐতিহাসিক মুঘলসরাই রেল স্টেশনের নামও পাল্টে করা হয় দিনদয়াল উপাধ্যায়।
প্রসঙ্গত, এর আগেও এলাহাবাদের নাম বদলে করা হয়েছিল প্রয়াগরাজ। এই বদলে দায়িত্ব নিয়েছিল আখড়া পরিষদ। আর তাতে সায় দিয়েছিলেন রাজ্যপাল রাম নায়েক। পরিষদের দাবি ছিল, ষোড়শ শতকের আগে পর্যন্ত এলাহাবাদের নাম প্রয়াগরাজই ছিল। ষোড়শ শতকে আকবরের আমলে, শাসক আকবর গঙ্গা-যমুনার মিলনস্থলে একটি দুর্গ প্রতিষ্ঠা করেন।গঙ্গা-যমুনার মিলনস্থলের সেই দুর্গটির নাম ছিল এয়ালাহাবাদ। ফৈজাবাদের নাম পরিবর্তন করে হয় অযোধ্যা এবং ঐতিহাসিক মুঘলসরাই রেল স্টেশনের নামও পাল্টে করা হয় দিনদয়াল উপাধ্যায়।

No comments