Header Ads

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে বুমরাহ, ভুবি ফিরবে কি? জল্পনা তুঙ্গে।

নজরবন্দি ব্যুরো: বাংলাদেশের বিরুদ্ধে ২২ নভেম্বর ঐতিহাসিক গোলাপি বলে টেস্ট ম্যাচ, ইডেন গার্ডেনে। এরপরেই ওয়েস্ট ইন্ডিজ টিম উড়ে আসবে সিরিজ খেলতে ভারতে। এই সফরে জসপ্রীত বুমরাহ এবং ভুবনেশ্বর কুমার দলে কি ফিরবেন? এই প্রশ্নই এখন ঘুরপাক খেয়ে চলেছে। দুজনেরই চোট। তবে সুত্র মারফৎ জানা গিয়েছে, জসপ্রীত বুমরার চোট এখনও সেরে ওঠেনি। চোট সারানোর জন্য বুমরার সময় দরকার। তাই সম্ভবত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে বাদ পড়তে চলেছেন বুম বুম বুমরাহ। আর ভুবনেশ্বর কুমার নিজেকে ফিট বলে দাবি করেছে। ভুবিকে ফিটনেস টেস্ট দিতে হবে। ফিটনেস টেস্ট পাশ করলে টিম ইন্ডিয়াতে ক্যামব্যাক হতে পারে ভুবির। না হলে অপেক্ষা করতে হবে। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে তিন ম্যাচের টি ২০ এবং তিন ম্যাচের ওডিআই সিরিজের জন্য ভারতের দল নির্বাচন ২১ নভেম্বর।
 দেশের মাটিতে হতে চলা ওয়েস্ট ইন্ডিজ সিরিজে রোহিত শর্মাকে বিশ্রাম দেওয়া হতে পারে। রোহিতের বদলে দুরন্ত ফর্মে থাকা মায়াঙ্ক আগরওয়ালের দলে নির্বাচনের সম্ভাবনা জেগে উঠেছে। আর ভারতীয় কিপার ঋষভ পহ্নের এই সফরে ডানা ছাঁটা হতে পারে। তবে বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের আর্শীবাদ রয়েছে ঋষভের মাথায়। সৌরভ অবশ্য ঋষভ পহ্ন ইস্যুতে সময় নিয়ে সিদ্ধান্ত নিতে চায়। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ঋষভকে সুযোগ দেওয়ার পক্ষে প্রকাশ্যে মত দিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ শুরু হবে ৬ ডিসেম্বর শেষ হবে ২২ ডিসেম্বর। ওয়েস্ট ইন্ডিজ সফরের পর ভারতের ঠাসা ক্রিকেটসূচি।শ্রীলঙ্কা দল ভারতে আসবে জানুয়ারিতে। তিন ম্যাচের টি ২০ সিরিজ খেলবে বিরাট এন্ড কোম্পানি লঙ্কা বাহিনীর বিরুদ্ধে জানুয়ারি ৫-১০ তারিখ পর্যন্ত।
এরপর অস্ট্রেলিয়া টিম ভারতে আসবে। খেলবে তিন ম্যাচের একদিবসীয় সিরিজ। সিরিজ চলবে ১৪ থেকে ১৯ জানুয়ারি। জানুয়ারি মাসের ২৪ তারিখ বিরাট কোহলি, রোহিত শর্মারা নিউজিল্যান্ডের অকল্যান্ডে সিরিজের প্রথম টি ২০ ম্যাচ খেলবে। টানা ৫ ম্যাচের টি ২০ আর দুটি ওডিআই ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া কিউইদের বিরুদ্ধে। ৮ ফেব্রুয়ারি ভারত নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ ওডিআই ম্যাচ খেলবে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.